উপলব্ধি

লিখেছেন লিখেছেন তরবারী ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ১০:২৭:৩০ রাত

কার জানাজায় কত লোক হল এসব তর্ক অবান্তর।এসব নিয়ে বুক ফোলানো আর গাল কেলানো কোন সুস্থ প্রতিযোগিতার অংশ হতে পারে না।

যারা মীর কাশেম আলী,নিজামি,মুজাহিদ সাহেবদের সংস্পর্শে যায় নাই তারা উনাদেরকে খারাপ বলবেন এটাই তো স্বাভাবিক।

এখন আপনাদের উচিত সেই আদর্শের কথাগুলো বারবার প্রচার করা বা উনাদের আদর্শিক জীবনের কথাগুলো বারবার প্রচার করা।

আপনার আমার কারো লক্ষ্যই কাউকে গালি দেয়া বা অভিশাপ বা দুরে ঠেলে দেয়া না।

সব কিছুর পড় মানুষের কল্যাণ কামনা করা,কল্যাণের পথে আহবান করা যেহেতু আমাদের নৈতিক এবং মৌলিক দায়িত্ব সেহেতু কাউকে (হোতাদের ক্ষেত্রে ভিন্ন) কটু বা তির্যক মন্তব্য করে বিরূপ মানসিকতা সৃষ্টি ইসলামের সৌন্দর্য না।

বেশীরভাগ মানুষ যারা জামাত শিবির এর লোকদের সংস্পর্শে এসেছে এমনকি হিন্দুরা পর্যন্ত উনাদেরকে পছন্দ করেন,কিন্তু বিশেষ কিছু কারণে এবং শয়তানের টেনে ধরার কারণে উনারা সাপোর্ট করতে পারেন না।সেখানে কিছু সিলি বিষয়ে কাঁদা ছুড়াছুঁড়ি করে সবাইকে এক পর্যায়ে নামিয়ে আনার মধ্যে কোন কল্যাণ নিহিত নেই।

"এসো কল্যাণের পথে

এসো শান্তির পথে

এসো কোরআনের ছায়াতলে,মুক্তির পথে"

এ ধারনা যাদের ইমানি দায়িত্ব তাদের আরও দায়িত্বশীল হতে হবে।

দুনিয়াবি স্বার্থের জন্য কোন মুসলিম পৃথিবীতে আসে নাই।তাই স্রস্টার দিকে আহবান করতে হবে সমুধুর ভাষায়।

বিষয়: বিবিধ

৭৬০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377322
০৭ সেপ্টেম্বর ২০১৬ রাত ১১:০৩
সামছুল লিখেছেন : ভালো লাগলো! অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File