ফাঁসী-হাসি

লিখেছেন লিখেছেন তরবারী ০৫ সেপ্টেম্বর, ২০১৬, ০২:১৩:১৩ দুপুর

ফাঁসীর মঞ্চে জীবনের ক্ষণ

গুনছে প্রহর হেসে

ধরণী কেঁদে লুটাচ্ছে পথে

প্রিয় কে ভালোবেসে।

স্বপ্ন সূতার নিপুণ কারিগর

কেমনে মিইয়ে যায় !

নেকড়ের উল্লাসে জনপদ কাঁপে

ক্ষত চিহ্ন রয়ে যায়।

শহীদী পেয়ালা সাজানো থরে

হাসি মুখে করে পান

মানবের তরে,মানবের প্রেমে

করছে জীবন কোরবান।

ভূস্বর্গের সব পেয়েছিল হাতে

একটুও লোভ হয়নি

খোদার প্রেম যে এত প্রিয়

আমরা তো বুঝিনি।

ধরণী ওগো দ্বিধা হও আজ

পারছি না যে সইতে

হিংস্র জানোয়ার ফাটছে ওই

বিষের অট্টহাসিতে।

বিষয়: বিবিধ

৯৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File