শাশুড়ি-নারী

লিখেছেন লিখেছেন তরবারী ২৭ আগস্ট, ২০১৬, ০১:৫০:৩৫ দুপুর

যে সব শাশুড়ী,

ছেলের বউ এর মেয়ে সন্তান প্রসব নিয়ে নাক সিটকায়,গাল মন্দ করে,বউকে খোঁটা দেয়,অত্যাচার করে সেসব শাশুড়ি কে প্রথমে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়া দরকার।

কারণ মেয়ে সন্তান যদি পাপের বা অত্যাচারের হয় তবে শাশুড়িও তো মেয়ে,তার পাপ তো আরও অনেক আগেই শুরু হয়েছে।এমন মেয়ে ঘরে রাখাও পাপ।

যে সব ছেলে বউ এর মেয়ে সন্তান প্রসব নিয়ে ঘ্যানঘ্যান করে তার মা এবং বোন কে প্রথমে ঘর থেকে বের করে দেয়া দরকার।

কারণ তার মা না থাকলে তো আজকের এই সন্তানটি প্রসব হত না,প্রথম পাপী তো তার মা।আর বোন ও তো একটা মেয়ে।সেটাও তো তার মায়ের পাপ।

আর ছেলেটাকে একটা ছেলের সাথে বিয়ে দেয়া দরকার।কারণ মেয়ে মানেই তো পাপ।

ছেলে ছেলে বিয়ে করে একটা ছেলে বের করে এনে পৃথিবীকে দেখা !!!

বিজ্ঞান আর ধর্মের ব্যাখ্যায় আর নাই-ই গেলাম।

আমি তথাকথিত নারীবাদী না,তবে আমিও এক নারীর গর্বের সন্তান,আমার বোন ও।নারী ছাড়া পৃথিবী কেমন হবে?তাহলে কন্যা সন্তান কেন পাপের বা নিগ্রহের বিষয় হবে?

(বিঃ দ্রষ্টব্য - সন্তান নির্ধারণ হয় ছেলের কারণে,আর স্রষ্টার ইচ্ছা,কোন মেয়ের কোন হাত নেই।)

বিষয়: Contest_priyo

১২৬৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376832
২৭ আগস্ট ২০১৬ দুপুর ০২:০১
আফরা লিখেছেন : পৃথিবী এখন অনেক এগিয়ে গিয়েছে এখনো কি মানুষ এত হীন্যমন্য আছে !!

আল্লাহর দান ছেলে- মেয়ে । তাই একটা মেয়ে হলে ছেলের জন্য বা একটা ছেলে হলে মেয়ের জন্য চাহিদা থাকবেই ।
২৭ আগস্ট ২০১৬ দুপুর ০২:১৬
312429
তরবারী লিখেছেন : জী --- আমার লিখার ভাষার চেয়েও অবর্ণনীয় কাহিনী সৃষ্টির মত হিনমন্য মানুষ বাংলাদেশে অনেক
376838
২৭ আগস্ট ২০১৬ দুপুর ০৩:২৫
হতভাগা লিখেছেন : এখন মেয়ে সন্তান জন্ম নিয়ে কেউ নাক সিটকায় না , অন্তত বাংলাদেশে । আপনি মনে হয় দাদাদের দেশের লোক যেখানে মেয়ে শিশুদের নাকি ভ্রূন অবস্থাতেই হত্যা করা হয় , না হয় আজ থেকে ৪০ বছর আগের মাসনিসকতা নিয়ে পড়ে আছেন ।

২৬ জানুয়ারি ২০১৭ দুপুর ০৩:২৭
315472
তরবারী লিখেছেন : এটা দুর্ভাগ্যজনক।
376844
২৭ আগস্ট ২০১৬ বিকাল ০৫:৫৩
কুয়েত থেকে লিখেছেন : ইসলামের জ্ঞান না থাকার কারনেই এসব চিন্তা মানুষ করে। সনতান ছেলে হউক আর মেয়ে হউক উভয় আল্লাহর অশেষ নিয়ামত বিশেষ করে কন্যা সন্তান ঘরের রওনক সুর্ন্দয্য বৃদ্ধিকরে। মা বোন স্ত্রী মেয়ে ওরা তো পরিবারের জন্য অহংকার আপনি পেরেশান কেন ভাই..? ধন্যবাদ
২৬ জানুয়ারি ২০১৭ দুপুর ০৩:২৬
315471
তরবারী লিখেছেন : ধন্যবাদ। ঠিক বলেছেন।
376856
২৭ আগস্ট ২০১৬ রাত ০৮:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এমন অশিক্ষা বা কুশিক্ষা এখনও এই দেশে অনেকে মানেন। অনেক ধন্যবাদ ভালো লাগলো
২৬ জানুয়ারি ২০১৭ দুপুর ০৩:২৬
315470
তরবারী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।আমরা নিজেরা যদি আমাদের পরিবার কে এসব থেকে মুক্ত রাখতে পারি তবে ইনশাআল্লাহ এই সমস্যার অল্প অল্প করে মুক্তি মিলবে।
376897
২৮ আগস্ট ২০১৬ দুপুর ০২:০০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আছে ভাইয়া আছে বাংলাদেশে এখনো ছেলের কণ্যা সন্তান নিয়ে নাক ছিটকান অনেক দাদীরা। আর নিজের মেয়ের ছেলের জন্য গর্ব বুক ভাসান। বাস্তব কথা উঠে এসেছে আপনার লেখায়। আল্লাহ্ সঠিক বুঝ দিন সকলকে। জাযাকুমুল্লাহ্ লেখককে।
২৬ জানুয়ারি ২০১৭ দুপুর ০৩:২৫
315469
তরবারী লিখেছেন : শোকরিয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File