শাশুড়ি-নারী
লিখেছেন লিখেছেন তরবারী ২৭ আগস্ট, ২০১৬, ০১:৫০:৩৫ দুপুর
যে সব শাশুড়ী,
ছেলের বউ এর মেয়ে সন্তান প্রসব নিয়ে নাক সিটকায়,গাল মন্দ করে,বউকে খোঁটা দেয়,অত্যাচার করে সেসব শাশুড়ি কে প্রথমে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়া দরকার।
কারণ মেয়ে সন্তান যদি পাপের বা অত্যাচারের হয় তবে শাশুড়িও তো মেয়ে,তার পাপ তো আরও অনেক আগেই শুরু হয়েছে।এমন মেয়ে ঘরে রাখাও পাপ।
যে সব ছেলে বউ এর মেয়ে সন্তান প্রসব নিয়ে ঘ্যানঘ্যান করে তার মা এবং বোন কে প্রথমে ঘর থেকে বের করে দেয়া দরকার।
কারণ তার মা না থাকলে তো আজকের এই সন্তানটি প্রসব হত না,প্রথম পাপী তো তার মা।আর বোন ও তো একটা মেয়ে।সেটাও তো তার মায়ের পাপ।
আর ছেলেটাকে একটা ছেলের সাথে বিয়ে দেয়া দরকার।কারণ মেয়ে মানেই তো পাপ।
ছেলে ছেলে বিয়ে করে একটা ছেলে বের করে এনে পৃথিবীকে দেখা !!!
বিজ্ঞান আর ধর্মের ব্যাখ্যায় আর নাই-ই গেলাম।
আমি তথাকথিত নারীবাদী না,তবে আমিও এক নারীর গর্বের সন্তান,আমার বোন ও।নারী ছাড়া পৃথিবী কেমন হবে?তাহলে কন্যা সন্তান কেন পাপের বা নিগ্রহের বিষয় হবে?
(বিঃ দ্রষ্টব্য - সন্তান নির্ধারণ হয় ছেলের কারণে,আর স্রষ্টার ইচ্ছা,কোন মেয়ের কোন হাত নেই।)
বিষয়: Contest_priyo
১২৬৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহর দান ছেলে- মেয়ে । তাই একটা মেয়ে হলে ছেলের জন্য বা একটা ছেলে হলে মেয়ের জন্য চাহিদা থাকবেই ।
মন্তব্য করতে লগইন করুন