হাস্যকর রাজনৈতিক দেউলিয়াত্ব
লিখেছেন লিখেছেন তরবারী ০৬ আগস্ট, ২০১৬, ০৪:৫৪:৩৪ বিকাল
কেন জানি খুব হাসি পাচ্ছে ---
যাই হউক ঘটনা টা খুলেই বলি।
৩৩ হাজার কোটি টাকা নিশ্চয়ই জামায়াত চুরি করেনি।
সাগর রুনিকে নিশ্চয়ই জামায়াত হত্যা করেনি।
রান প্লাজা?মনে আছে রানা প্লাজার কথা? হাজারের উপর মানুষ মারা গেছে,
নিশ্চয়ই জামায়াত করেনি।
কিংবা ৫৭ জন চৌকস বিডিয়ার অফিসারকে নিশ্চয়ই জামায়াত হত্যা করেনি।
করেনি নারায়ণগঞ্জের সেভেন মার্ডার,
বিশ্বজিৎ কে হত্যা,
তনুকে ধর্ষণ।
তো করেছে কি?
নেতাদের ফাঁসী নিয়েও অনেকেই মন্তব্য করেছে যে বের করে নিয়ে যাবে,হাঙ্গামা করে দেশ উড়িয়ে দিবে,কিছু করা তো দূরের কথা, সেসব কিছু করার সাহস ও কিন্তু নাই।
তবু সকলের মুখে সারাদিন জামায়াত আর জামায়াত।
ছোটবেলার ভুতের গল্পের মত।ভুতের কি কোন অস্তিত্ব আছে?
নাই,তবু মুরুব্বিদের ভুত নিয়ে কত ভয় দেখানো আর খাওয়ানো!
বাংলাদেশের রাজনীতিতেও একই অবস্থা,ল্যাংড়া খুড়া জামায়াত-ই প্রধান উপজীব্য বিষয়।
এটা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ,আধিপত্যাবাদের পরিপূর্ণ রূপ এটাই।রাজনীতি আর রাজনীতির জায়গায় নেই,এটা একটা পারমানবিক খেলা হয়ে গিয়েছে।
কাঠামোগত ভাবে দেশ লাখ সমস্যায় জর্জরিত থাকলেও গৌণ বিষয় জামায়াত যখন বড় ইস্যু তখন স্বাধীনতার অপমৃত্যু হয়েছে।
ডক্টর মুহাম্মদ শহিদুল্ললাহ বলেছিলেন,
"ভুতের ভয় দেখিয়ে যে জাতিকে ঘুম পাড়ানো হয়,তারা কোনদিন সিংহের সাথে লড়াই করতে পারবে না"
বাংলাদেশেও একই অবস্থা,জামায়াত ভীতি দেখিয়ে দেশ কে হিজড়া বানিয়ে দেয়া হয়েছে।
রাজনৈতিক extremism দরকার,আধিপত্যবাদীয় extremism নয়।
জামায়াত বড় না সুন্দরবন?
এখানেও রাজনৈতিক বিভক্তি হয়ে যাবে,তবে চেতনাই যত সমস্যার সৃষ্টি।
বিষয়: বিবিধ
৯৭৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অপশন ১ : বাক্স-পেটরা বেঁধে পাকিস্তান চলে যাওয়া
অপশন ২ : কৃত কর্মের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া বাংলাদেশের মানুষের কাছে
বলাই বাহুল্য যে এর কোনটাই তারা চুজ করে নি । তাই সাফারিংস্ চলবে আনলিমিটেড .....
০ ন্যায্য কথা বলার যোগ্যতা অর্জন করুন ।
নাকি সেটা করতে গেলে ইগোহানী হয়ে যাবে ?
তবে জামাত ফ্যাক্টর কিন্তু বড় কিছু না।
মন্তব্য করতে লগইন করুন