সাম্রাজ্যবাদ নিপাত যাক

লিখেছেন লিখেছেন তরবারী ১৭ জুলাই, ২০১৬, ০৪:১৮:২০ বিকাল

মানবতার পক্ষে বিবৃতি দেয়া

"আমেরিকা,ফ্রান্স,রাশিয়া,ইংল্যান্ড,ভারত প্রভৃতি দেশ" এদের কোন বিবৃতি তে যারা বগল বাজায় তারা হল হয় মুনাফিক নয় বলদ।

এই অক্ষ শক্তিগুলো শয়তানের চূড়ান্ত চ্যালা।ভয়ঙ্কর এই দেশগুলো মানবতার চরম শত্রু।ঝোপ বুঝে কোপ মারা স্বভাবের দেশগুলো গতকালও তুরস্ক নিয়ে রাজনীতি করেছে।

তুরস্কের ক্যু এর পিছনে রাশিয়া ও আমেরিকার হাত রয়েছে তা বিশ্লেষকদের মতে স্পষ্ট।অথচ ক্যু ব্যার্থ হতে দেখে তারা গণতন্ত্রের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়েছে।এটা রাজনতিক ভাঁওতাবাজি।

এরা একদিকে মিশরের সিসির পক্ষে,পারভেজ মোশারফের পক্ষে,পূর্ব তিমুরের পক্ষে আবার কাশ্মীরের বিপক্ষে,আক্রমণের পক্ষে,প্রতিরোধের বিপক্ষে।

আজকে ক্যু সফল হলেই তারা বলতো "গণতন্ত্র ফিরিয়ে দিবে তারা এই আশাবাদ ব্যাক্ত করছি,তবে জনগণ যা চাইবে তাই জেন হয়,কহয় ক্ষতি যেন না হয়,আমরা তুরস্কের পাশে আছি"

অগন্তান্ত্রিকভাবে বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনে ক্রোকোডাইল টিয়ার্স প্রদর্শন করে তারাই সরকারকে সবচেয়ে বেশী সহযোগিতা করেছে করছে এবং ধ্বংসের শেষ পর্যন্ত সবক দিয়ে দিয়ে সহযোগিতা করেই যাবে।

এর মধ্যে একটি ছোট্ট কথা বলতে চাই।কয়েকদিন আগে ইউনেস্কো ইসলামকে সবচেয়ে শান্তির ধর্ম বলে সার্টিফিকেট দিয়েছে এবং তা দেখে যারা খুশীতে বাকবাকুম তারাই হল সেই বলদ যাদের জন্য ইসলাম ও মুসলিম দেশগুলো বিপন্ন।

রমজানে বুশ শান্তির ধর্ম আর ভালো ধর্ম বলে সার্টিফিকেট দিয়েই কোরবানির দ্বীন সাদ্দাম কে বলি দিয়েছে - বলি দিয়েছে কোটি কোটি মুসলিম নিষ্প্রাণ প্রাণ দের।

এদের মিষ্টি কথার ষড়যন্ত্রে যারা তালিয়া বাজাবে তারাই শৃঙ্খলিত হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হবে।

এ কথা বুঝার ক্ষমতা কি হবে?

সাম্রাজ্যবাদ নিপাত যাক,সম্প্রতি আর সত্য মুক্তি পাক।

বিষয়: বিবিধ

৯৬২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374846
১৭ জুলাই ২০১৬ বিকাল ০৪:২৫
হতভাগা লিখেছেন : সাম্রাজ্যবাদ ততদিন নিপাত যাবে না যতদিন তাদের তাবেদাররা থাকবে ।

বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুর মোকাবেলা অনেক ভয়ংকর । এরা সমূলে উৎপাটিত না হওয়া পর্যনত চুকলিবাজি করেই যায় প্রজন্ম থেকে প্রজন্ম।
১৭ জুলাই ২০১৬ বিকাল ০৫:৩০
310924
তরবারী লিখেছেন : তাবেদার সমূলে উৎপাটন করে আস্তাকুরে নিক্ষেপ করতে হবে
374848
১৭ জুলাই ২০১৬ বিকাল ০৪:২৭
তট রেখা লিখেছেন : ইউনেস্কো সার্টিফিকেট দিলো আর মুসলমানরা নাচানাচি শুরু করলো, এরা কেমন মুসলমান। ইসলামের শ্রেষ্ঠত্ত্ব কি ইউনেস্কোর সার্টিফিকেটের উপর নির্ভরশীল? আল্লাহ এবং তার রসুলের কথার উপর ভরসা নাই? যতসব বেকুবের দল। যত সব বেকুবের দল।
১৭ জুলাই ২০১৬ বিকাল ০৫:৩০
310923
তরবারী লিখেছেন : এই বেকুবগুলা মুসলমান নামের কলঙ্ক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File