আক্ষেপঃতনু

লিখেছেন লিখেছেন তরবারী ০৬ এপ্রিল, ২০১৬, ১২:৪৭:৪০ দুপুর

রং মেখে গায়ের মধ্যে "তনু" শুয়ে ছিল

মানুষ তাকে মরা ভেবে কবর দিয়ে দিলো।

রটনাকারী রটিয়ে দিলো,ধর্ষিতা যে সে

আন্দোলনের রব উঠলো,আনাচে কানাচে।

এর মধ্যেই ব্যাঙ্কের পাতা উল্টে গেলো সোজা

শাহবাগ আর গোপীবাগে সরকার নিলো মজা।

বাপে কান্দে,মায়ে কান্দে,কান্দে দেশবাসী

হাসিনা মা খিলখিলিয়ে দিলো বিকট হাসি।

রটনাকারী রটিয়েই গেলো,ফাঁসীর হল দাবী

কি বললি!এত্ত সাহস!আর কই তুই যাবি!

দাড়া এবার লাশটা তুলি,দেখাবো ইতিহাস

নাটকের স্ক্রিপ্ট লেখাই ছিল,বাকী ছিল বাঁশ।

তনু কান্দে কবর থেকে,আর নিয়ো না টেনে

নাটক তোমরা করবে যে,লোকজন গেছে জেনে।

মরার আগেও শান্তি নাই,মরে গিয়েও ভয়

বিচার আমি দিয়ে দিছি,করো হে দয়াময়।

রং এর খেলা আজকের নয়,বহু পুরানো

তদন্ত হয়,রিপোর্ট হয়,লোক যে দেখানো।

ফাইলের পর ফাইল যায়,বিচার কেঁদে মরে

দুই পরিবারের দেশ যে,আমরা কেউ না রে।

বিষয়: সাহিত্য

৯৫০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364817
০৬ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:১৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
০৭ এপ্রিল ২০১৬ সকাল ০৬:১৫
302679
তরবারী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ,শোকরিয়া।
364847
০৬ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪০
শেখের পোলা লিখেছেন : দুই পরিবারকে আমরাই মাথায় তুলেছি৷ এখন নামাবেন কেমনে? ভোগান্তি টুকু সইতেই হবে৷দু পরিবারের বাইরেতো কোন পুরুষ নেই যে ময়দানে এসে বলে 'এস আমার সাথে৷'ধন্যবাদ৷
০৭ এপ্রিল ২০১৬ সকাল ০৬:১৫
302680
তরবারী লিখেছেন : তারপরেও তো কাউকে না কাউকে দাড়িয়ে যেতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File