খুঁজে নিয়ো

লিখেছেন লিখেছেন তরবারী ২০ মার্চ, ২০১৬, ১০:৩৫:৪৫ রাত

যেদিন বন্ধু চলে যাবো

হারিয়ে যাবো দুরে

খুঁজবে যদি খুঁজে নিয়ো

ওই আকাশের তীরে।

অস্তাচলের লাল নীলিমায়

গোধূলি রাঙ্গা লাল

সন্ধ্যা বাতির ঝাপসা আলোয়

হয়ে যাবে কাল।

টবের বুকে আসবে কোন

নতুন চারা গাছ

আমার নিশান আছড়ে ফেলে

সাজবে নতুন সাজ।

সেদিন আমার কবিতা দিয়ে

স্মৃতি কাব্য লিখো

আমার সব ভুলে গিয়ে

কাব্য মনে রেখো।

ওই আকাশের তারায় বসে

থাকবো আমি চেয়ে

ঘাসফুলের-ই যমীন বাগে

যাবে আমায় পেয়ে।

জানি সময়ের কাছে বারেবারে

হেরে যায় নিয়তি

চোখের আড়াল হয়ে গেলে পরে

হারিয়ে যায় স্মৃতি।

তোমাদের মাঝে বাঁচিতে চাই বন্ধু

নির্মল হয়ে প্রাণ

হারিয়ে যাবার এসেছে ডাক

গাই বিদায়ের গান।

বিষয়: সাহিত্য

৮৯৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363106
২১ মার্চ ২০১৬ সকাল ০৭:৪৪
শেখের পোলা লিখেছেন : ভাল হয়েছে৷ ধন্যবাদ৷
বিদায়ের গান চাইনা শুনিতে,
বিজয়ের কথা বল৷
বিরহের ব্যাথা ভুলিয়া এবার
পাশাপাশি পথে চল৷
২১ মার্চ ২০১৬ দুপুর ১২:০৯
300994
তরবারী লিখেছেন : কথা সত্য,তবেঁ সব কিছু হাটে পাশাপাশি,কি করবো বলেন ?ধন্যবাদ দিকনির্দেশনার জন্য,ইনশাল্লাহ কাজে লাগানোর চেষ্টা করবো
363119
২১ মার্চ ২০১৬ দুপুর ১২:০৪
আফরা লিখেছেন : কবিতাটা বিদায়ের মানে কষ্টের হলেও আমার খুব ভাল লাগছে ।
অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া ।
২১ মার্চ ২০১৬ দুপুর ১২:১০
300996
তরবারী লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ ------

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File