খুঁজে নিয়ো
লিখেছেন লিখেছেন তরবারী ২০ মার্চ, ২০১৬, ১০:৩৫:৪৫ রাত
যেদিন বন্ধু চলে যাবো
হারিয়ে যাবো দুরে
খুঁজবে যদি খুঁজে নিয়ো
ওই আকাশের তীরে।
অস্তাচলের লাল নীলিমায়
গোধূলি রাঙ্গা লাল
সন্ধ্যা বাতির ঝাপসা আলোয়
হয়ে যাবে কাল।
টবের বুকে আসবে কোন
নতুন চারা গাছ
আমার নিশান আছড়ে ফেলে
সাজবে নতুন সাজ।
সেদিন আমার কবিতা দিয়ে
স্মৃতি কাব্য লিখো
আমার সব ভুলে গিয়ে
কাব্য মনে রেখো।
ওই আকাশের তারায় বসে
থাকবো আমি চেয়ে
ঘাসফুলের-ই যমীন বাগে
যাবে আমায় পেয়ে।
জানি সময়ের কাছে বারেবারে
হেরে যায় নিয়তি
চোখের আড়াল হয়ে গেলে পরে
হারিয়ে যায় স্মৃতি।
তোমাদের মাঝে বাঁচিতে চাই বন্ধু
নির্মল হয়ে প্রাণ
হারিয়ে যাবার এসেছে ডাক
গাই বিদায়ের গান।
বিষয়: সাহিত্য
৮৯৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিদায়ের গান চাইনা শুনিতে,
বিজয়ের কথা বল৷
বিরহের ব্যাথা ভুলিয়া এবার
পাশাপাশি পথে চল৷
অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন