এক মানচিত্র
লিখেছেন লিখেছেন তরবারী ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:৫১:০২ রাত
ভেঙ্গে ফেল সীমান্ত,ছিন্ন করে মানচিত্রের রেখা
পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তর
ভেদ প্রভেদ উপড়ে ফেলে এক করে দাও পৃথিবী।
মানবতার চিত্র এঁকে চ্যারিটি ব্যাগের ঝোলা
বুঝি না আমি ? সব তো আমার বাপ দাদার সম্পদ,
হিংস্র দানবের মত কেড়ে নিয়ে নিষ্ঠুরতার যে ছাপ রেখে গেছ
ভেবেছ ভুলে গেছি আমি সব!
কিসের দেশ,সীমান্ত,মানচিত্র ভাগ ভাগ খুপরি !
একদিকে বাতির আলোক শিখা,সাজসজ্জা চমক বাহার
অন্য পৃষ্ঠে খোলা আকাশের নিচে বুক পেট খালি মানুষের লাইন
শুধু ঝোলা দিয়ে জ্ঞানের চিমটি বিলাও
মিটিং এর পর মিটিং করো,
এই তোমাদের সভ্যতার আলো !
আলেয়া তুমি,থুথু তোমার অস্তিত্বে
মানি না এসব,মানি না কোন সীমারেখার বাঁধন
আমি মানুষ,তোমার লাল রক্তের মত
বাঁচতে চাই যা তোমার চারিপাশে,সব পেয়ে
সীমান্তের রেখায় ফ্লুয়িড দিয়ে আঁকবো আবার বিশ্ব
সেথায় রবে মানবতা,হবে মানবের আবাসন।
আমি সীমান্ত ভেঙ্গে ছড়িয়ে দিবো অহিংসার সব বাণী
মানুষে মানুষে তুলে সব ভেদ,গড়বো এক পৃথিবী।
মানি না কো বাধা,ডরি না হুঙ্কার
দুর্জ্যেয় আমি,পৃথিবীর বুকে দেখাবোই পথের দিশা
আমি বীর,মহাপ্রলয়ের ন্যায় বাঁচিয়ে রাখবোই আশা।
বিষয়: সাহিত্য
১০২৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন