চেতনার ডিসেম্বর

লিখেছেন লিখেছেন তরবারী ০৭ ডিসেম্বর, ২০১৫, ১১:০০:৫৫ সকাল

আসিয়াছে ডিসেম্বর মাস

চেতনার হইবে চাষ

পতাকা হইবে পিকচার

পরিশেষে দিবে আছাড়

এমনই সে চেতনা

কি যে তার যাতনা

বাঙ্গালী না হইলে বুঝবানা

ওরে বাঙ্গালী না হইলে বুঝবানা

দেশ আমার একাত্তর

তাহা লইয়া যত দৌড়

কে খাইল,কে না খাইল

তার নেই কোন ঠিকানা

বাঙ্গালী না হইলে বুঝবানা !!

বিষয়: বিবিধ

৮৭৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353006
০৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৪৪
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : স্বাধীনতা আজ শহীদ মিনারে
লাল সবুজ পতাকার ঘুড়ি
তার নিচে চেতনার বাহাদুরি
সীমান্ত দেয়ালে রক্তের ধারা
নিষ্পাপ দেহের নিথর স্তুপ
প্রতিবাদ করলে অকৃতজ্ঞ জাতী
বন্ধুত্বের দক্ষিনায় জীবন দান
ক্ষমতার লাগি স্বার্থ জলাঞ্জলী!

দাম্ভিক মুখে তৃপ্তির ঢেকুর
যেন বিশ্ব-জয়ের বাহাদুরি।
চল্লিশ বছর গেল-অধিকার এলোনা
স্বাধীন হলো-পরাধীনতা গেলোনা


ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ পিলাচ পিলাচ
353020
০৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:২০
তরবারী লিখেছেন : অনেক ধন্যবাদ ব্রাদার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File