হুম এগিয়েই তো যাচ্ছি--- সেটা কোনদিকে ? ভাগাড়ের দিকে

লিখেছেন লিখেছেন তরবারী ১৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৩৬:০৯ রাত

গণজাগরণমঞ্চ কয়েক ভাগ !!! স্কটল্যান্ড স্বাধীন হয়নি ।

দুইটা ভিন্ন খবর,তবে তাৎপর্যপূর্ণ।খেক খেক করতে আমার অয়ালে এখন তেমন কেউ আসেনা,তবে খেক খেক করাটা জাদের স্বভাব তাদের জন্য লিখছি না,যারা আগামী দিন সুন্দরের জন্য চান তাদের জন্য লিখছি।

যে দলের বা আদর্শের নিজেদের মধ্যে কোন গণতন্ত্র,সহনশীলতা,বিশ্বাস আর আস্থা নাই,তারা জনগনকে যখন বুলি শিখায় তখন তাদের নিয়ে জনগন হুলি না খেলে তাদের মাথায় নিয়ে ঘুরে বাংলাদেশে।

তার জন্যই বিসশ যখন এগিয়ে যাচ্ছে আমরা তখনও ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরি !!!

জাতি না শাহবাগে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল ? এই তার নমুনা ? বিরিয়ানির জন্য ?

সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়া যায়,তবে কিছুক্ষণের জন্য,মিথ্যা নিজেই নিজের ধ্বংস নিয়ে আসে------

স্কটল্যান্ড !!! সজ্ঞানে স্বাধীনতা নেয়নি----- তাই বলে কেউ রাজাকার না কেউ বাল ছিঁড়ে আটি বেঁধে মুক্তিযোদ্ধা বনেও যায় নাই।

কারন ব্রিটেনের অংশ স্কটল্যান্ড এর মানুষদের কারও ব্রিটেনকে ভালো লাগতেই পারে-------কিন্তু এই নিয়ে যদি অই দেশে এখন মঞ্চ তৈরি হয় তবে আরেকটা বাংলাদেশ দেখতে পাবো !!

তবে টা হবে না,কারন তারা বাঙ্গালী না,তারা স্কটিশ!!!

বাঙ্গালী মাপ জোখ নিয়ে ব্যস্ত আর পৃথিবী বর্ধন কর্মে ব্যাস্ত !!!

কঠিন লাগলো কথাটি ?

ছোট্ট একটা কথা বলি তার উদাহরনে !

হাসিনার মডেল নেয়ার জন্য বিশ্বনেতারা পাগল,আর তাকে অভ্যর্থনা দেয়ার জন্য মন্ত্রী লেভেলের কেউ জুটে না।

মডেল চাইছে অমুকে-এটা মিডিয়াতে আসে আর আমরা আত্মহারা হয়ে বন্দনা করি,পিছন দিক দিয়ে আমাদের লাথি মেরে ভাগাড়ে ফালায় আর আমরা বলি আমরা এগিয়ে যাচ্ছি।

হুম এগিয়েই তো যাচ্ছি--- সেটা কোনদিকে ? ভাগাড়ের দিকে----

সময় হাতে খুব বেশি নাই শিখার জন্য।

বিষয়: বিবিধ

১২০৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266609
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪৯
বুড়া মিয়া লিখেছেন : এখনতো ভাগারেই আছি, আর গতি-প্রকৃতি এখনো ভাগারের গভীর কেন্দ্রের দিকে; ফিরে আসার জন্য কমান্ড হতে হবে এরকম –

ট্রুপ, বাই দ্যা রাইট, এ্যাবাউট টার্ণ, লেফট-রাইট-লেফট ...
266618
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৯
মামুন লিখেছেন : দুর্দান্ত লিখনি মন ছুঁয়ে গেলো। অনুপমেয় অনুভূতিতে বিলীন হলাম। লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো। Rose Thumbs Up Good Luck
266645
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১৪

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 8870

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> লিটুয়ারা লিখেছেন : আমাদের পার্বত্য চট্টগ্রামে একটি রেফারেন্ডাম দেয়া জরুরী। দেখাযাক, আমাদের পাহাড়ী জনগোষ্ঠি মুমিন মুসলমানদের উপর কতটা সন্তুষ্ট?
266663
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৩৫
শেখের পোলা লিখেছেন : ভাগাড়টা দেখেই আসা যাক৷ এটা কারও স্বপ্নও হতে পারে৷ বুঝিনা আমাদের মহান মুক্তি যুদ্ধে ভাগাড় দর্শণও হয়ত থেকে থাকবে৷ কেননা কিনারায় এসেও তারা নিরব৷ তাই সন্দেহ হয়৷
271308
০৪ অক্টোবর ২০১৪ সকাল ১০:০২
কাঁচের বালি লিখেছেন : এটাই আমাদের বাংলাদেশ এর মানুষের মেন্টালিটি , আমরা এগুলো দেখে অভ্যস্ত ।
কিন্তু লেখার আইডিয়াটা দারুণ , ভালো লেগেছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File