গনতন্ত্র,রাজনীতিবিদ ও দেশপ্রেমিক
লিখেছেন লিখেছেন তরবারী ১২ মে, ২০১৪, ০৮:৩২:২১ সকাল
বহুদিন আগে আব্রাহাম লিঙ্কন গনতন্ত্রের এক সঙ্গা দিয়া গেছে-----
তা খাইতে খাইতে আমাদের দেশের রাজনিতিবিদদের পেট গনের মন্ত্রে তন্ত্রগুলো যেভাবে ফুলিয়া গেছে তাতে অন্ত্রগুলো লিলিপুটের বাগানে গালিভারের যন্ত্র হয়ে স্বার্থচরিতার্থ করার মত শাসনতন্ত্র দিয়া ইচ্ছা মত যেভাবে দেশ চালায় তাহাই এখন আধুনিক গনতন্ত্র।
আর সেই গণতন্ত্রের মহীরুহ যারা তাহারা রাজনীতিবিদ ।
তাহাদের জন্য সংজ্ঞাটা কি চলে কিনা বিবেচনা করিয়া দেখার বিনীত অনুরোধ রইলো।
জনগণকে খড়ি বানাইয়া,জনগন নামক উনুনে জনগনের জন্য জনগনের রক্ত মাংস দিয়া জনগনের জন্য অন্ন জোগাতে যারা সিদ্বহস্ত তাহাদেরকে আধুনিক ভাষায় রাজনীতিবিদ বলে।
এদের মধ্যে যাহারা তাহাদের কাজ নিষ্ঠা ও বিষ্ঠার সাথে পালন করিতে সক্ষম হয় তাহাদেরকে দেশপ্রেমিক বলে আখ্যা দেয়া হয়।
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন