বিচার চাই না,বিচার করতে চাই
লিখেছেন লিখেছেন তরবারী ০৪ মে, ২০১৪, ১০:০১:২১ রাত
শামিম উসমান বলেছে সে আর ভদ্র থাকবে না ----
কি চমৎকার !
বলি কি করবেন ?
হাসিনার নষ্ট আপন ভাইগুলোর মত নষ্ট শামিম উসমানের মত ভাইয়েরা সারাজীবন হায়েনারা যা করছে তারপরেও নিজেকে ভদ্র যেভাবে দাবী করলো তাতে আওয়ামীলীগের ভাষায় ভদ্রতার সংজ্ঞা যে কত ভয়ংকর আর দল হিসেবে আওয়ামীলীগ যে কত ঘৃণ্য চরিত্রের অধিকারী তা আলোচনা বলার অপেক্ষা রাখে না।
কথাগুলো বলতে গেলে অনেক কথা চলে আসে।
মনে আছে ফারুকের কথা !
হুম, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই ফারুকের কথা বলছি যে কিনা ছাত্রলীগের মত সাগর সমান বড় একটি ছাত্র সংগঠনের বুকে ছোট্ট এক ফোঁটা পানি সমান মুল্যের এক কর্মী। তার হত্যাকাণ্ডের পর মিথ্যা শিবিরকে জড়িয়ে সারাদেশে শিবিরের ২৫ হাজার নেতাকর্মীকে শুধু গ্রেফতার-ই করা হয়নি,,মিথ্যা ছোট্ট একটি হত্যাকাণ্ডকে নাকি জামাতের হাইকমান্ডের নির্দেশে হত্যা করা হয়েছে এই বলে ধোঁয়া তুলে নিজামি সাহেবকে পর্যন্ত গ্রেফতার করা হল। পরবর্তী খাত ভিন্ন হয়েছিল।
ছোট্ট একটি হত্যাকাণ্ডের পর প্রমান ছাড়াই শুধু অপবাদের অপপ্রচারেই সারাদেশে যা করা হয়েছিল তা সারাদেশের জনগন হয়তো ভুলে গেছে, ভুলিনি আমি। কারণ প্রাণের সংগঠনের মানুষদের হাহাকার যে কি পরিমান শুনেছিলাম তা এখনো কম্পন তুলে এই বুকে। কোথায় সেইসব কুত্তার দল, আজ শামিম উসমান এর বিরুদ্ধে কি একশন?কোথায় ত্বকি হত্যাকাণ্ডের বিচার, কোথায় ইব্রাহীম, শাওন হত্যার বিচার ? কোথায় রানা প্লাজার রানা ?
হাসিনা জঙ্গি ধোঁয়া তুলে নিজের গা ঢাকতে চায়, অথচ জেএমবি থেকেও ভয়ংকর জঙ্গির নেতৃত্বে মানুষ হত্যার যে উৎসব চলছে অন্ধ মিডিয়া তা দেখেছে না।
সাপ শত্রু-ও চিনে না ,বন্ধুও চিনে না-সময় হয়তো নারায়ন উল্টে দিবে, তবে আর কত বুক খালি করে হবে তা কেউ জানি না।
৭১ নিয়ে যাদের নাক কুকুরের চেয়েও বেশি সেন্সেটিভ মানিকের মত ১০০ ধর্ষণের পর তারা গণ্ডারের চামড়া নিয়ে বসে থাকে কোন মনুষ্যত্বের চাদরে?
শামিম উসমান,মায়া,হাজারীর মত কুত্তারা যখন দেশকে জাহান্নাম বানায় তখন টকশো এর ঝড় কোন পাহাড়ে গিয়ে লুকিয়ে আছে ?
এক বিতর্কে শুনেছিলাম ডাইয়ালগটা
"জনগন আমরা
শুধু হাড্ডি আর চামড়া"
তাই নাকি ? মানলাম কিন্তু এই জনগন কি সে কথা বুঝে না ?
ভোটের আশায় বসে থেকে আর বাংলায় লাভ নেই,ভোট জোট বেধে পালিয়েছে না ফিরার হাটে,সেই আশায় যদি আরও বসে থাকা যায় তবে বোধ শক্তিটুকো ও হুট করে না ফিরার দেশে চলে যাবে,অপলক চেয়ে দেখতে হবে আমার বোন কাতরাচ্ছে শয়তানের কোলে আর আমি ছটফট করছি,আমার ভাই নাই,আমি বলতেও পারছি না।
যে সরকারের- কোন নিয়মতান্ত্রিকতা নেই তার জন্য নিয়মতান্ত্রিকতার আজব নিয়মের জন্য বসে হাড্ডি আর চামড়া ছাড়া আর কিছুই জুটবে না।
বিচার চাই না,বিচার করতে চাই-এই প্রত্যয়-ই হউক আজকের আর আগামিদিনের মন্ত্র।
বিষয়: বিবিধ
১১৪৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু আপনি যখন সেই খারাপের বিচার তো করবেন-ই না বরং তাকে এম্পি করে তাকে সম্মানিত করবেন তখন কোন উদাহরন বা উপমা লাগে ?
শামিম উসমানের কথা বাদ-ই দিলাম,সারাদেশের কি অবস্থা ?
সজ্জন কয়জন ? আপনার পাশ থেকে বলুন,খুলনা থেকে বরিশালের কথা বলার দরকার নেই,খুলনায় থেকে খুলনার চিত্র টুকোই বলুন।
ভালো আওয়ামীলীগ কয়জন পান ?
মন্তব্য করতে লগইন করুন