ছাত্রলীগের সন্মুখ যুদ্ধের আহবান

লিখেছেন লিখেছেন তরবারী ৩০ এপ্রিল, ২০১৪, ০৬:১৩:০৫ সকাল

ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি শিবির কে একটা দাওয়াত দিয়েছে

শিবির যেন চোরাগোপ্তা হামলা না করে সামনে এসে সন্মুখ যুদ্ধে লিপ্ত হয়,ছাত্রলীগ সেই অপেক্ষায় আছে ।

wonderful proposal .

আমি তো উৎফুল্ল।

ছাত্রলীগ তার কথায় ঠিক থাকলে আমি তাদের আমন্ত্রন জানাই শিবিরের সাথে সন্মুখে জুদ্ধ করার জন্য-----

স্থান গুলো বলে দেই ?

আসুন মসজিদে ------ ৫ ওয়াক্ত মসজিদে জামাতের সহিত নামাযের কম্পিটিশান হবে সন্মুখে দাড়িয়ে ----- যদি শিবিরের বা ছাত্রলীগের এক ওয়াক্ত কাজা হয় তবে সে হবে বিজিত

আসুন তাহাজ্জুদের সময়ে জায়নামাজে ------

যদি কেউ ব্যর্থ হয় তবে সে বিজিত

আসুন কোরআনের ক্লাশে----- কেউ যদি উপস্থিত হতে ব্যর্থ হয় তবে সে বিজিত ----

আসবেন ? সাহস থাকলে এই সন্মুখ যুদ্ধে লিপ্ত হউন-----

যে যুদ্ধের আহবান জানিয়েছেন তার আলোকে একটি কথা বলি ----- যার মনে যা ফাল দিয়া উঠে তা,যার চিন্তাধারা যেরকম বা যার কর্মকাণ্ড যে রকম তার মুখ নিঃসৃত বানীও সেই কর্মকাণ্ডের প্রতিফলন------যাকে বলে আয়না।

শিবির তোমাকে ডাকছে :

We Call You

To The Guidence Of Islam

To The Rules Of Islam

To The Way Of Islam

To The Life Of Islam

If This Means Politics To You ---- Than This Is Our Politics-----

যুদ্ধের ভয় দেখিও না,বদর থেকে উপজিলা নির্বাচন পর্যন্ত ----

মুসলমানরা সংখ্যায় কখনো বিজয়ী হয়নি,বিজয়ী হয়েছে তাদের রবের সন্তুষ্টিতে -----

তোমার দুঃসাহস তোমার চরিত্রের দোষ,সেই চরিত্র ঠিক করার উদাত্ত আহবান জানাচ্ছি,ঠিক করে বল আমি পরাজয় মেনে নিয়ে ভালোবাসার চাদর বিছয়ে দিবো ইনশাল্লাহ।

বিষয়: বিবিধ

১১০১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215200
৩০ এপ্রিল ২০১৪ সকাল ০৬:৫২
প্যারিস থেকে আমি লিখেছেন : ওদের পুলিশ বাবা ছাড়া ৫ মিনিটও শিবিরের সামনে দাড়াতে পারবেনা। ইনশা আল্লাহ
215220
৩০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২৭
দ্য স্লেভ লিখেছেন : ওরা তো চোর,সম্মুখ লড়াই তো ওদের পক্ষে পুলিশ করে...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File