সুরা আর-রাহমান (কবিতা)
লিখেছেন লিখেছেন তরবারী ০৮ এপ্রিল, ২০১৪, ০১:৩৬:১৭ রাত
তিনি তো দয়াবান,রহিম রহমান
সৃজিয়াছেন মানুষ,দিয়েছেন কুরআন
শিখিয়েছেন ভাব,লিলার জ্ঞান ।
দেখো,ওই যে সূর্য,চলছে তার আপন গতিতে,
চন্দ্র পারে না একটুও সরিতে ,
মুগ্ধ সব সিজদাবনত ,
ভারসাম্য দিয়ে আকাশ সমুন্নত,
যেও নাকো সীমা ছাড়ি
যেন দিয়ো নাকো "ওজন" কম করি ।
এই যে ভব,ফুলে ফলে ভরা
তোমারি জন্য বিছিয়েছেন সুমহান ।
ফাবিয়ায়্যুয়ালা ইরাব্বি কুমাতু কাজ্জিবান ।
মাটির শক্ত পুড়া খণ্ড থেকে তুমি,
আর অগ্নিস্ফুলিঙ্গ থেকে জীনের জান্।
ফাবিয়ায়্যুয়ালা ইরাব্বি কুমাতু কাজ্জিবান ।
উদয়াচল,অস্তাচলের নিয়ন্ত্রতা ,
প্রবাহিত দু'মহার্ণবের মিলনদাতা্
চালিয়েছে এক-ই সমান্তরাল,মিলিতে পারে না ছাড়িয়া বিধান ।
ফাবিয়ায়্যুয়ালা ইরাব্বি কুমাতু কাজ্জিবান ।
এই যে সাগর,এক হাতে বিলয়ে মুক্ত প্রবাল ,
অন্য হাতে পর্বত সমান জাহাজ যান ।
ফাবিয়ায়্যুয়ালা ইরাব্বি কুমাতু কাজ্জিবান ।
যা কিছু ধরায়,সবই তো ক্ষয়িষ্ণু ,
মহাচিরঞ্জিব তো শুধু প্রভু মহিমাময়্
তাই তো সৃষ্টি তাহার শানে সিজদায় বিনয়মান ।
ফাবিয়ায়্যুয়ালা ইরাব্বি কুমাতু কাজ্জিবান ।
ভয় রাখো দণ্ডের,দণ্ডদাতার ,
আছে কার হিম্মত,পালিয়ে যাবার?
ওই যে আগুনের লেলিহান শিখা,ধোঁয়ার বৃন্দাবন্,
কে ভাঙ্গবে?নাহ... কেউ নাই,ভাঙ্গবে এই আচ্ছাদন্।
ফাবিয়ায়্যুয়ালা ইরাব্বি কুমাতু কাজ্জিবান ।
এই তো সেদিন,নিকটবর্তী,আসমান হবে রক্তবরন ,
প্রশ্নবাণে ঢেকে যাবে (মানুষ,জিন) আপাদমস্তক ,
পায়ের ছটা,চুলের ঝটা,সাজানো অবয়ব্
একে একে উন্মুক্ত হয়ে প্রকাশ হবে, সামনে যে তার রব ,
দলে দলে সারি সারি অপেক্ষমান্
এই তো সেই,"জাহান্নাম"-প্রতীয়মান !
ফাবিয়ায়্যুয়ালা ইরাব্বি কুমাতু কাজ্জিবান ।
ভয়ে ভরা যার হৃদয়,আজ তো তারই হবে জয় ।
বৃক্ষরাজি পরিপূর্ণ,ঝর্ণাধারা সু অরণ্য ,
সুশীতল,সুরম্য,ফুলে ফলে ভরা স্বর্গ্,
চিরকুমারী হিয়া মতি,সুনয়না,যা তুমি চাও্
তোমার রব,তোমারই তরে সব-ই করিবে অপার দান ।
ফাবিয়ায়্যুয়ালা ইরাব্বি কুমাতু কাজ্জিবান ।
যে দিকে তাকাবে,দেখবে শুধু নিয়ামত অফুরান।
ফাবিয়ায়্যুয়ালা ইরাব্বি কুমাতু কাজ্জিবান ।
বিষয়: বিবিধ
১২৩৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একটু বুঝিয়ে বলবেন প্লিজ ?
মন্তব্য করতে লগইন করুন