বিদায় মাগো
লিখেছেন লিখেছেন তরবারী ০১ মার্চ, ২০১৪, ০৯:৫০:৩৩ সকাল
মাগো আমি যাচ্ছি চলে,এই বাধনটা ছিঁড়ে
অনেক স্বপ্নের ইতি দিয়ে খোদারই দরবারে।।
আর হল না বাড়ি ফেরা,তোমার বুকের মাঝে
হল না দেখা,ছোট্ট খুকির,বিয়ের নতুন সাজে ।
মাগো তুমি কাঁদবে না মা,এই আমি মা বলছি
আকাশের ওই তারার মাঝে দেখবে আমি ভাসছি।
আর তো কভু শুনবো না মা তোমার মুখে খোকা ,
আর তো কভু রাগের মাথায় দিবে না তো বকা।
বলবে না তো আদর করে,ভাত খেয়ে নে সোনা
"অনেক বড় হবে আমার যাদু খোকন মনা" ।
কত বড় হয়েছি মা,জানি না মাগো আমি
খোদার রাহে জীবন দিয়ে পিয়েছি শাহাদাতের পানি।
ওরা আমায় বুঝেনি মা,কত ভালবাসি
ওদের জন্য কত রাতের অশ্রু ঝরিয়েছি।
তবুও ওরা তোমার নামে অনেক গালি দিলো
অপবাদের বোঝা দিয়ে এফোঁড় ওফোঁড় করলো।
হাসি মুখে সব নিয়েছি মাথায় তুলে মা
তুমি-ই তো না বলেছ, শহীদেরা মরে না !
তাই তো আমি জীবন দিয়ে চলে গেলাম মা
দ্বীনের পথের পথিক মাঝে খুঁজে নিয়ো আমায়।
বিষয়: বিবিধ
১০৮৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন