বাংলাদেশ VS আওয়ামীলীগ ম্যাচ on 29th !!!
লিখেছেন লিখেছেন তরবারী ২৭ ডিসেম্বর, ২০১৩, ০১:৪০:৩৪ রাত
সুপ্রিয় দর্শকমণ্ডলী ,
আপনাদের অতি আবেগের সহিত আমন্ত্রন জানাচ্ছি আগামী ২৯ তারিখের বাংলাদেশ vs
আওয়ামীলীগের ফাইনাল খেলা দেখার জন্য-----
খেলাটি সরাসরি সম্প্রচার করার জন্য সম্মতি জ্ঞাপন করেছে
জনপ্রিয় চ্যানেল "বাশেরকেল্লা ,তিতুমিরের বাশেরকেল্লা" সহ কয়েকটি বেসরকারি চ্যানেল।
বাংলাদেশ দলের ও আওয়ামীলীগ দলের নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে---
বাংলাদেশে দলের অধিনায়কত্ব করবেন
বেগম খালেদা জিয়া
ডিফেন্সে থাকছে জনগন
আক্রমনভাগে নেতৃত্ব দিবে শিবিরের স্ট্রাইকাররা
মধ্যমাঠ সামলাতে প্রস্তুতি নিচ্ছে ছাত্রদল
আর দুই পাশের উইং এ থাকছে জামাত বিএনপির নেতা কর্মীরা
গোল কিপিং করছে "বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা"
অন্যদিকে আওয়ামীলীগের নেতৃত্ব দিচ্ছে
শেখ হাসিনা
তাদের আক্রমনভাগে আছে পুলিশ,র্যাব,বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনী
মধ্যমাঠে ছাত্রলীগ
ডিফেন্সে ভারত লীগ
দুই উইং থেকে বল যোগান দিতে প্রস্তুত সকল বেসরকারি চ্যানেল সমুহ
গোল কিপিং করতে নামবে নাসিম তোফায়েল গং
প্রচুর দর্শকের সমাগম হবে আশা করা যাচ্ছে,ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গেছে,টিকিটের লাইনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
চলছে স্লেজিং সহ নানা আক্রমণাত্মক তির্যক বাণী,
আওয়ামীলীগের আক্রমন বিভাগ ইতিমধ্যে Practice শুরু করে দিয়েছে।
দেশের বর্তমান অবৈধ সরকার ইতিমধ্যে বাংলাদেশ দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মিথ্যা অজুহাতে খেলা থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে,তারা হলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,শাম্মি প্রমুখ।
তবে খেলাটি বাতিলের জন্য উগ্রপন্থি সংগঠন চালক লীগ ২৮ , ২৯ তারিখ এক বেহুদা হরতাল আহবান করেছে।
তবে এ সত্ত্বেও খেলা হবে বলে আশ্বাস দিয়েছে বানলাদেশ দলের অধিনায়ক।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগ দলের এক খেলোয়াড় বলেছে তাদের নিজস্ব খেলোয়াড়রা মনোবল ঘাটতিতে ভুগছে,তাই আক্রমনভাগের উপর-ই তাদের মুল ভরসা।
তবে আমরা আশা করছি এক প্রানবন্ত ম্যাচ আমরা দেখতে পাবো।
সবাইকে খেলাটি দেখার আমন্ত্রন জানিয়ে,বিদায় নিচ্ছি।
বিষয়: বিবিধ
১১৭১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন