ছাত্র রাজনীতির অতীত , বর্তমান এবং ভবিষ্যৎ

লিখেছেন লিখেছেন শাহ নেওয়াজ ফাহাদ ২৭ অক্টোবর, ২০১৩, ০১:৩৭:৩৫ দুপুর

At Wits' Endছাত্র রাজনীতি হল বাংলার আন্দোলন এর সুতিকাগার । ৫২ ওর ভাষা আন্দোলন , ৬৯ এর গণ অভুথান , অবৈধ শিক্ষা কমিশন বাতিল এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ তেও ছিল তাদের মুল ভূমিকা । স্বাধীনতার পর ও সকল গনত্রান্ত্রিক আন্দোলন এ ছিল সেনা নায়ক । তবে আজ কেন ছাত্র রাজনীতির এ অবস্থা । কারন ছাত্র দের আজ লাঠিয়াল হিসাবে ব্যাবহার করা হচ্ছে । ছাত্র সংগঠন গুলোতে ছাত্রের চেয়ে অছাত্র বেশি । রাজনৈতিক দল গুলো ছাত্র নেতৃত্ব তৈরি বা এর বিকাশ এর জন্য কাজ করছে না । বর্তমানে ছাত্র রা রাজনীতি আসতে চায় না , উলট কেউ ছাত্র রাজনীতি করলে তার সম্পর্কে বাজে ধারণা পোষণ করে । পিতা-মাতা ও চায় না তার ছেলে রাজনীতি করুক । এতটা নোংরা হয়ে গেছে ছাত্র রাজনীতি । বাবা বলেন - কি দরকার রাজনীতি করার ? তুই পড়াশুনা করছিস ,পড়াশুনা কর । কিন্তু সেই বাবাই নির্বাচন এ একজন অযোগ্য , দুর্নীতিবাজ , দেশপ্রেমহীন ব্যক্তিকে ভোট দিয়ে আসে । কিন্তু কেনো ? আমি , আপনি এগিয়ে আসলেই তো হয় ।

রাজনীতি ময়লার স্তুপ হয়ে গেছে । তাই বলে কি তা কখন ও পরিস্কার করা যাবে না । ফেসবুক এ আই হেট পলিটিক্স লিখলেই সমস্যার সমাধান হবে না । কাউকে না কাউকে এই ময়লা পরিস্কার করতে আসতে হবেই । তাই সকল ছাত্রদের বলছি রাজনীতিতে আসো । তোমার যেই আদর্শ ই থাকুক না কেনো তা জেন দেশের কল্যন এর জন্য হয় ....................... আশা হারাবো না । অপেক্ষা করবো সেই সালাম ,বরকত ,রফিক , সফিক দের জন্য যারা দেশ কে ভালো বেশে জীবন দিতে ও কুন্ঠিত হবে না Day Dreaming

বিষয়: বিবিধ

১১৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File