মতি আলুর তথ্য সন্ত্রাস (আমরা কি করতে পরি)

লিখেছেন লিখেছেন জোনাকির আলো ২৭ অক্টোবর, ২০১৩, ০১:৩১:৫৬ দুপুর

দিন বদলের স্লোগান নিয়ে মতি আলুর যাত্রা। গত কাল রাজশাহীতে একে ৪৭ সহ এক দল সশস্ত্র লোক শিবিরের মিছিলে হামলা করে। যা আমরা সবাই অনলাইন মিডিয়ার মাধ্যমে দেখেছি। কিন্তু মতি আলু দেখলো অন্যটা। শিবিরের হাতে অস্ত্র!না জানি আরো কতো অস্ত্র আছে তাদের কাছে? এই মিথ্যা প্রপাগান্ডার জন্য মতিকে অবশ্যই জবাবদিহি করতে হবে। জামায়াত-শিবিরের উচিত হবে তাদের বিরুদ্ধে মামলা করা যাতে করে দেশের সকল মানুষ তা জানতে পারে। (যদি ও আদালত তা খারিজ করে দেবে)

পবিশেষে বলতে চাই এই মতি আলু দিন বদলের নামে সত্যকে মিথ্যা দিয়ে বদলে দিতে চাই।

আসুন আমরা মতি আলুকে বয়কট করি নিজ নিজ উদ্যোগে

বিষয়: বিবিধ

১৩৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File