(একটি বিশ্লেষণধর্মী আলোচনা) সাধারণ মানুষ কেন রাজনীতি ভালোবাসে না? পর্ব: ০১

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আসাদ আলী ২০ নভেম্বর, ২০১৩, ১০:৩৬:০৪ সকাল

বাংলাদেশের মানুষ রাজনীতি পছন্দ করে না, এর কারণ তাদের জীবনকে বার বার অনিশ্চয়তার পথে ঠেলে দেয় আমাদের দেশে প্রচলিত হিংসার রাজনীতি। সম্প্রতি বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা এবং এর পরিনতি চিন্তা করে দেশের আপামর জনতা আতঙ্কগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছে। রাজনীতির বীভৎস রণাঙ্গণে ক্ষয়ক্ষতি যা হওয়ার সব তাদেরই হয়। রাজনৈতিক আলোচনা মানুষের উত্তেজনাকে ক্রমবর্ধিত করে, যা প্রায়শই উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এজন্য হোটেলে, চায়ের দোকানে লেখাও থাকে, “এখানে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ”। তবু সময় সময় রাজনীতিই দেশের মানুষের মূখ্য আলোচনার বিষয়। এদেশে যত অন্যায়-আবিচার, দুর্নীতি, হত্যা-গুম হয়ে থাকে তার সিংহভাগই হয়ে থাকে এই রাজনীতির খপ্পরে পড়েই। গত ৪২ বছরে বাংলাদেশের রাজনীতিতে এমন একটি বছর নেই যখন স্থিতিশীলতা বজায় ছিল। বছরের পর বছর এদেশের রাজনৈতিক মাঠ গরম হয়েই থাকে। হরতাল-বিক্ষোভ, কর্মসূচি, পাল্টা কর্মসূচি, জ্বালাও-পোড়াও, ভাংচুর, দিনে দুপুরে প্রকাশ্যে প্রতিপক্ষকে হত্যা, সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষতিসাধন ইত্যাদি দিয়েই রচিত হয়ে আসছে বাংলাদেশের রাজনীতির ইতিহাস। একের পর এক সরকার বদল হলেও বস্তুত জনসাধারণের ভাগ্যের এক বিন্দুও পরিবর্তন হয়নি। নির্দলীয়, বহুদলীয়, তত্ত্বাবধায়ক, রাষ্ট্রপতি শাসিত, গণতন্ত্র বা সৈরতন্ত্র যেটাই আসুক না কেন মানুষ শান্তির কোন নমুনা আজ পর্যন্ত দেখতে পায় নি। বাধ্য হয়েই এদেশের কোটি কোটি মানুষকে মেনে নিতে হচ্ছে অশান্তির লাগামহীন বাড়-বাড়ন্তকে। সময়ের সাথে তাল মিলিয়ে বেড়ে চলছে অপরাধের মাত্রা। কিন্তু রাজনীতিকরা জনসাধারণকে আশা দিয়ে রেখেছেন যে তারাই মানুষকে শেষ পর্যন্ত এই অন্যায়-অশান্তি থেকে মুক্তি দিতে সক্ষম। মানুষ বিকল্প পথ, উপায় না থাকায় তাদের কথাতেই ঈমান রাখে। তারা ভাবে- ভালো সরকার গঠন করতে পারলে বা ভালো লোক নির্বাচিত করতে পারলেই তারা এই অশান্তি থেকে মুক্তি পাবে। জাতি হিসেবে সমৃদ্ধশালী হয়ে মাথা তুলে দাঁড়াতে পারবে। কিন্তু বাস্তবতা কি তাই? জনতার মনের গভীরে লুকায়িত এই যুক্তিগুলোর যথার্থতা নিরূপণের আজ বড়ই দরকার পড়েছে। মুক্তির সঠিক পথনির্দেশের আজ বড়ই প্রয়োজন। এটা আজ জাতির অস্তিত্বের প্রশ্নে পরিণত হয়েছে। আসুন দেখে নেই- আমাদের আশার সাথে বাস্তবতার কতটুকু মিল রয়েছে। বাস্তবে শান্তির পথই বা কোনটা? (চলবে)



বিষয়: রাজনীতি

১২৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File