পর্নোগ্রাফি প্রচার বন্ধে জোট বাঁধছে দুই মার্কিন টেক জায়ান্ট গুগল ও মাইক্রোসফট।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ২০ নভেম্বর, ২০১৩, ০৯:৪৭:০৬ সকাল
ওয়েবে শিশু
পর্নোগ্রাফি প্রচার
বন্ধে জোট বাঁধছে দুই
মার্কিন টেক
জায়ান্ট গুগল ও
মাইক্রোসফট। শিশু
সোনালি রুপালি
সংস্কৃতি
পর্নোগ্রাফির
সঙ্গে জড়িত
কন্টেম্লট ব্লক
করতে সার্চ
ইঞ্জিনের
অ্যালগরিদমে পরিবর্তন
আবহাওয়া
আনতে একযোগে কাজ
করবে প্রতিষ্ঠান
দুটি।
প্রযুক্তি সংবাদবিষয়ক
সাইট সিনেট এক
প্রতিবেদনে জানিয়েছে,
ওয়েবে শিশু
পর্নোগ্রাফির সার্চ
করতে যে ‘সার্চ
টার্ম’ ব্যবহৃত হয়,
সেগুলো চিহ্নিত
করার জন্য কাজ
করছে মাইক্রোসফট
এবং গুগল।
প্রকল্পের আওতায়
আগামী ছয় মাসের
মধ্যে ইংরেজিসহ
১৫০টি ভাষায় ওই
সার্চ
টার্মগুলো চিহ্নিত
করার পর সার্চ
অ্যালগরিদমে পরিবর্তন
এনে সেগুলো ব্লক
করে দেয়া হবে।
এ বিষয়ে গুগলের
চেয়ারম্যান এরিক
স্মিড ব্রিটিশ
ট্যাবলয়েড
ডেইলি সানে লেখা এক
কলামে জানিয়েছেন,
নতুন সার্চ
প্রযুক্তিটি দাঁড়
করাতে ২০০
কর্মী তিন মাসেরও
বেশি সময় ধরে কাজ
করছেন। আর এর
পেছনে মাইক্রোসফটের
বড় অবদান
রয়েছে বলেও
জানিয়েছেন স্মিড।
ওয়েবে শিশু
পর্নোগ্রাফি ঠেকাতে দীর্ঘদিন
ধরে কাজ করছে গুগল
এবং মাইক্রোসফট।
দুটি প্রতিষ্ঠানই
এতোদিন
আলাদাভাবে কাজ
করলেও এই
প্রথমবারের
মতো জোট বাঁধছে।
অন্যদিকে শিশু
পর্নোগ্রাফি ভিডিও
চিহ্নিত করে সাইট
থেকে ডিলিট করার
নতুন
প্রযুক্তি নিয়ে কাজ
করছে শীর্ষ ভিডিও
শেয়ারিং সাইট
ইউটিউবও।
বিষয়: বিবিধ
১২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন