আল-বিদায়া ওয়ান নিহায়া ৮ম খন্ড-বই
লিখেছেন লিখেছেন ইসলামিক বই ০৩ নভেম্বর, ২০১৪, ০১:০৬:৪৫ দুপুর
“আল-বিদায়া ওয়ান নিহায়া” প্রখ্যাত মুফাসসির ও ইতিহাসবেত্তা আল্লামা ইবনে কাসীর (রহ) প্রণীত একটি সুবৃহৎ ইতিহাস গ্রন্থ। এই গ্রন্থের সৃষ্টির শুরু তথা আরশ, কুরসী, নভোমন্ডল, ভূমন্ডল প্রভৃতি এবং সৃষ্টির শেষ তথা হাশর-নশর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম প্রভৃতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে।
এই গ্রন্থটি ১৪টি খন্ডে সমাপ্ত হয়েছে। আল্লামা ইবনে কাসীর (র) তাঁর এই গ্রন্থকে তিনভাগে ভাগ করেছেন।
প্রথম ভা: আরশ, কুরসী, ভুমন্ডল, নভোমন্ডল এতদুভয়ের অন্তর্বতী সব কিচু তথা ফেরেশতা, জিন, শয়তান, আদম (আ)-এর সৃষ্টি, যুগে যুগে আবির্ভূত নবী-রাসুলগণের ঘটনা, বনী ইসরাঈল, ইসলাম-পূর্ব যুগের রচনাবলী এবং মুহাম্মাদ (সা)-এর জীবন-চরিত আলোচনা করা হয়েছে।
দ্বিতীয় ভাগ : রাসুল (সা)-এর ওফাতকাল থেকে ৭৬৮ হিজরী সাল পর্যন্ত সুদীর্ঘ কালের বিভিন্ন ঘটনা এবং মনীষীদের জীবনী আলোচনা করা হয়েছে।
তৃতীয়ভাগ : ফিতনা-ফাসাদ, যুদ্ধ-বিগ্রহ, কিয়ামতের আলামত, নাশর-নশর, জান্নাত-জাহান্নামের বিবরণ ইত্যাদি।
লেখক তাঁর এই গ্রন্থের প্রতিটি আলোচনা কুরআন, হাদীস, সাহাবাগণের বর্ণনা, তাবেঈন ও অন্যান্য মনীষীদের দ্বারা সমৃদ্ধ করেছেন। ইবনে হাজার আসাকালানী (রহ), ইবনুল ইমাদ আল-হাম্বলী (র) প্রমুখ ইতিহাসবিদ এই গ্রন্থের প্রশংসা করেছেন। বদরুদ্দীন আইনী হানাফী (র) এবং ইবনে হাজার আসকালানী (রহ) গ্রন্থটির সার-সংক্ষেপ রচনা করেছেন।
বিখ্যাত এই গ্রন্থটির ১-১০ খন্ড অনুবাদ প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ। ইতিমধ্যে ইসলামী বই. ওয়ার্ডপ্রেস কর্তৃক ১-৭ ও ৯ম খন্ড প্রকাশিত হয়েছে। মিসিং খন্ডের মধ্যে ৮ম খন্ড আমরা স্ক্যান করে প্রকাশ করলাম। শীঘ্রই সবগুলো খন্ড ইন্টারেকটিভ লিংক সহ প্রকাশ করা হবে ইনশা আল্লাহ।
বর্তমান প্রেক্ষাপটে এই ৮ম খন্ডটি বেশ প্রয়োজনীয়। কারণ এই খন্ডটিতে আলী (রা)-এর জীবন, মুয়াবিয়া (রা)-এর জীবন ও শাসনকাল, হুসাইন (রা)-এর হত্যা, ইয়াযিদ বিন মুয়াবিয়ার শাসনকাল পরবর্তী ঘটনা বর্ণিত হয়েছে।
“আল বিদায়াহ ওয়ান নিহায়া” ৮ম খন্ডের উল্লেখযোগ্য আলোচ্য বিষয়াবলী :
আলী (রা)-এর জীবনী, চরিত্র, ওয়াজ নসিহত ও তাঁর উত্তম বাণী
আলী (রা)-এর মর্যাদা ও ফযীলত
হাসান বিন আলী (রা)-এর খিলাফত
মু’আবিয়া ইবন আবু সুফিয়ান (রা) ও তাঁর রাজত্ব
মুআবিয়া ইবন সুফিয়ার (রা)-এর ফযীলত ও মর্যাদা
মু’আবিয়ার শাসনকালের সংক্ষিপ্ত বর্ণনা
ইয়াযীদ বিন মু’আবিয়া এবং তার শাসনকালের ঘটনাবলী
হুসাইন বিন আলী (রা)-এর খিলাফত দাবীর বৃত্তান্ত
হুসাইন বিন আলী (রা)-এর মক্কা ত্যাগ এবং শাহাদাত লাভ
হুসাইন বিন আলী (রা)-এর ইরাক গমনের প্রেক্ষাপট
কারবালার ঘটনার বর্ণনা
শিয়াদের মিথ্যাবর্জিত নির্ভরযোগ্য ঐতিহাসিকদের বর্ণনার উদ্ধৃতিতে তাঁর হত্যাকান্ডের স্বরুপ।
ইমাম হুসাইন (রা)-এর গুণাবলী
ইমাম হুসাইন (রা)-এর রচিত কিছু কবিতা
ইয়াযীদ বিন মুআবিয়ার জীবন কথা ও মৃত্যু
আব্দুল্লাহ ইবন যুবাইর (রা)-এর শাসনকাল
কাবা ঘরকে পুননির্মান করার বিবরণ
মারওয়ান ইবনুল হাকামের জীবনী ও খিলাফাত
শিমার ইবন যুল জাওশানের নিহত হওয়ার ঘটনা
ইমাম হুসাইন (রা)-এর শির মুবারক বিচ্ছিন্নকারী খাওলী ইবন ইয়াযীদ আল-আসবাহীর হত্যা
উবায়দুল্লাহ ইবনে যিয়াদের হত্যাকান্ড
হুসাইন (রা)-এর ঘাতক দলের নেতা উমর ইবন সা’দ ইবন আবী ওয়াক্কাস (রা)-এর হত্যাকান্ড
আব্দুল্লাহ ইবন যুবাইর (রা)-এর খিলাফত ও বৈশিষ্ট্য প্রভৃতি
সরাসরি ডাউনলোড: ওয়ে টু জান্নাহ
বি.দ্র: খুব শীঘ্রই ১০ম খন্ড প্রকাশ করা হবে। সেই সাথে অন্য খন্ডগুলোও ইন্টারেকটিভ লিংক সহ zip আকারে প্রকাশ করা হবে।
বিষয়: বিবিধ
২৪৪৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন