সংক্ষিপ্ত ইসলামী ফেকাহকোষ (বই)

লিখেছেন লিখেছেন ইসলামিক বই ০৪ জুলাই, ২০১৪, ০৭:২১:৪৯ সকাল





সংকলন: মুহাম্মদ বিন ইবরাহীম আত তুআইজিরী

অনুবাদক: মুহাম্মাদ সাইফুদ্দীন বেলাল | আব্দুররব আফফান | মুহাম্মাদ ওমর ফারুক আব্দুল্লাহ | আজমল হোছাইন আবদুন নূর | শহীদুল্লাহ খান আব্দুল মান্নান

লিংক: প্রথম খন্ড ডাউনলোড

দ্বীতিয় খন্ড ডাউনলোড

সংক্ষিপ্ত বর্ণনা:

একটি সহজবোধ্য ফেকাহ গ্রন্থ, যাতে সংক্ষিপ্ত আকারে একজন মুসলমানের জীবনসংলগ্ন মূলনীতি, আহকাম ও আদব স্থান পেয়েছে খুবই সুসংহত ও সুবিন্যস্ত উপস্থাপনায়।

বিভিন্ন গ্রন্থ থেকে তাওহীদ ও ঈমান, আদব-আখলাক, যিকর-দুআ, আহকাম ও বিধানবিষয়ক প্রয়োজনীয় সব কিছুই সংকলিত করা হয়েছে বক্ষ্যমাণ এ গ্রন্থে, যাতে ইবাদতকারী, বক্তা, শিক্ষক, ব্যবসায়ী, মুফতি, বিচারপতি ও আল্লাহর পথে আহ্বানকারী সমানভাবে উপকৃত হতে পারে।

বইটিতে একজন মুসলমানের জন্য প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল উল্লেখ করা হয়েছে। এরপর কুরআন অথবা সহীহ সুন্নাহ অথবা এতদোভয়ের দালিলিক নির্ভরতায় – যদি থাকে- আলেমদের অধিক নির্ভরযোগ্য মতামত তুলে ধরা হয়েছে।

গ্রন্থটি আকীদা-বিশ্বাস, আখলাক-আদব ও আল্লাহর পথে আহবান ও অন্যান্য ইসলামের সাধারণ পরিচিতি তুলে ধরার ক্ষেত্রে একটি অনন্য প্রয়াস। আশা করি সবাই উপকৃত হবেন।

ইসলামী বই পুস্তকের নামে বাজারে অনেক বই পাওয়া যায় ঠিকই কিন্তু সেগুলো সিংহ ভাগই কুরআন ও সহীহ হাদিস এর দলীল থেকে শূন্য। এই কিতাবটির প্রস্তুত ও বিন্যাস বিভিন্ন নির্ভরযোগ্য ইসলামী কিতাব থেকে নেয়া হয়েছে। কিতাবটির সাধারণ নীতিমালাগুলো এবং ফুরুঈ’ তথা শাখা প্রশাখার মাসায়েলসমূহ ফিকাহ শাস্ত্রের মাসায়েলসমূহ ফিকাহ শাস্ত্রের ছোট বড় নির্ভরযোগ্য বিভিন্ন কিতাবসমূহ থেকে গ্রহন করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দলিল সমূহ কুরআন ও সুন্নাহ উভয়টি অথবা কোন একটি থেকে নেয়া হয়েছে। আর যে সকল বিষয়ে কুরআন ও সহীহ হাদিস থেকে সুস্পষ্ট সহীহ দলীল উল্লেখ হয়নি সে ব্যাপারে অতীত ও বর্তমান মুজতাহেদ উলামাগণের বাণী ও নির্ভরযোগ্য মতের উপর নির্ভর করা হয়েছে।

সহীহ হাদিস বা হাসান হাদীস ছাড়া দুর্বল হাদীস যথাসম্ভব সাবধানতা সহকারে বর্জন করা হয়েছে। সহীহ বুখারী ও মুসলিম থেকে নেয়া হাদিসগুলো প্রতিটির নাম্বার সহ উল্লেখ করা হয়েছে। এছাড়া সহীহাইন (সহীহ বুখারী ও মুসলিম) বাইরের হয় (যেমন মুসনাদে আহমাদ) শুধু বইয়ের নাম উল্লেখ করা হয়েছে।

এ কিতাবটির উদ্দেশ্য হল প্রতিপালক মহান উপাস্য আল্লাহ তাআলাকে জানা এবং দীনের আহকামের বর্ননা করা। এ ছাড়া মানুষকে সিরাতুল মুস্তাকীম আঁকড়িয়ে ধরার প্রতি উৎসাহিত করা। আর আল্লাহর অনুগ্রহে এ প্রসস্ত ফিকাহর এমনভাবে প্রস্তুত করা হয়েছে যা অতিসহজে অনুধাবন যোগ্য।

বিষয়: বিবিধ

১৩৯৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

241554
০৪ জুলাই ২০১৪ সকাল ০৮:০৭
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : হেরা পাহাড়ের শিয়ালের গর্তে উঠে আসা জোটিবোটি?
০৪ জুলাই ২০১৪ সকাল ০৮:৪৩
187536
ইসলামিক বই লিখেছেন :
Tongue Tongue
241750
০৪ জুলাই ২০১৪ রাত ১১:২৬
ভিশু লিখেছেন : Rose Rose Rose
০৬ জুলাই ২০১৪ সকাল ০৬:৪১
188031
ইসলামিক বই লিখেছেন : Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File