মিশকাতুল মাসাবিহ (ত্বাহকীক কৃত)
লিখেছেন লিখেছেন ইসলামিক বই ০২ জুলাই, ২০১৪, ০৮:৪৬:২২ সকাল
মিশকাতুল মাসাবীহ উপমহাদেশের অন্যতম জনপ্রিয় হাদীস সংকলন গ্রন্থ। এটি রচনা করেছেন আল্লামাহ ওয়ালীউদ্দীন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ওরফে খতীব তাবরেযী। এটির ব্যাখ্যা গ্রন্থ “মিরআতুল মাফাতীহ শারহু মিশকাতুল মাসাবীহ” । যেটি রচনা করেছেন উবায়দুল্লাহ মুবারকপুরী।
মিশকাতুল মাসাবীহ’র শরাহ গ্রন্থগুলো মধ্যে মিরকাত ও মিরআতুল মাফাতীহ সর্বাধিক জনপ্রিয়।
বাংলাভাষাভাষী মুসলিমদের জন্য এই হাদীসগ্রন্থটিকে তাহক্বীক সহ ব্যখ্যা সম্বলিত করার সুপ্রয়াসের প্রথম পদক্ষেপ। এখানে শুধু প্রথম খন্ড প্রকাশিত হয়েছে।
সরাসরি ডাউনলোড
পরিশেষে: পিডিএফ বই কখনোই মুল বইয়ের বিকল্প হয়না। তাই সবার প্রতি অনুরোধ বইটি বাজার হতে নিজে কেনার পাশাপাশি অন্যকেও উত্সাহিত করুন। নিকটস্থ মসজিদে দান করুন।
বইটি পাওয়ার কিছু উল্লেখ যোগ্য লাইব্রেরী ও প্রকাশনী:
১. আল্লামা আলবানী একাডেমী, ৬৯/১ পুরনো মোগলাটুলী, ঢাকা-১০০০ যোগাযোগ : ০১১৯৯-১৪৯৩৮০, ০১৯১১৩১১০৯১
২. হুসাইন আল মাদানী প্রকাশনী, ৩৮, বংশাল নতুন রাস্তা, ঢাকা-১০০০। ফোন : ৭১১৪২৩৮, ৯৫৬৩১৫৫
৩. তাওহীদ পাবলিকেশন্স, ৯০, হাজী আব্দুল্লাহ সরকার লেন, ঢাকা-১০০০। ফোন : ৭১১২৭৬২ মোবাইল : ০১৭১১৬৪৬৩৯৬
৪. ওয়াহীদীয়া ইসলামী লাইব্রেরী, রাণীবাজার ( মাদরাসা মার্কেটের সামনে ), রাজশাহী, মোবাইল : ০১৯২২৫৮৯৬৪৫
৫. পৃথিবী বুক স্টল, ( স্টেশন মেইন গেটের সামনে ), স্টেশন রোড, দিনাজপুর।
৬. E.C.S লাইব্রোরি, আব্দুস সবুর চৌ: কুদরত উল্লাহ মার্কেট,বন্দর বাজার, সিলেট মহানগর। মোবাইল: ০১৯২০৭৩৭৭৩০
৭. হাদীস একাডেমী, ২১৪, বংশাল রোড, ঢাকা-১১০০। ফোন: ০২-৭১৬৫১৬৬, মোবাইল: ০১১৯১-৬৩৬১৪০, ০১৯১৫-৬০৪৫৯৮।
এছাড়াও এখানে পেতে পারেন মিশকাতের ১-১১ খন্ড একসাথে মিশকাতুল মাসাবিহ (বই)
বিষয়: বিবিধ
৩০৫৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন