জাল হাদীসের কবলে রসুল (সা) এর সালাত (বই)
লিখেছেন লিখেছেন ইসলামিক বই ২৬ জুন, ২০১৪, ০২:৫২:৩৫ দুপুর
বই: জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (সা: ) এর ছালাত
লেখক: মুযাফফর বিন মুহসিন
ফাইল টাইপ: পিডিএফ (৪০৪ পৃ: )
ফাইল সাইজ: ১৩.৭৪ মে.বা.
লিংক:সরাসরি ডাউনলোড
বিবরণ:
আমলের মাধ্যমে ব্যক্তি পরিচয় ফুটে উঠে ও আল্লাহ্র পরীক্ষায় উত্তীর্ণ হয়। কিন্তু অধিকাংশ মানুষ আমলের বিশুদ্ধতা যাচাইয়ের প্রয়োজন মনে করে না। যে আমল সমাজে চালু আছে সেটাই করে থাকে।
এমনকি আল্লাহ্র নৈকট্য লাভের সর্বশ্রেষ্ঠ মাধ্যম ছালাতের ক্ষেত্রেও একই অবস্থা। অথচ সমাজে প্রচলিত ছালাতের হুকুম আহকামের বহুলাংশ ত্রুটিপূর্ণ।
ওযূ, তায়াম্মুম, ছালাতের ওয়াক্ত, আযান, ইক্বামত, ফরয, নফল, বিতর, তাহাজ্জুদ, তারাবীহ, জুম’আ, জানাযা ও ঈদের ছালাত সবই বিদ’আত মিশ্রিত এবং যঈফ ও জাল হাদীছে আক্রান্ত।
ফলে রাসূলুল্লাহ (সা: ) এর ছালাতের সাথে আমাদের ছালাতে কোন মিল নেই। এই বইটিতে সমাজে প্রচলিত ছালাতের ভুল ভ্রান্তি তুলে ধরা ও সঠিক ছালাত শিক্ষা দেয়া হয়েছে।
দয়া করে বইটি কিনুন ও সংগ্রহে রাখুন।
বিষয়: বিবিধ
১৮৫২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হেইডা আবার কুন ধরনের তাজিব দিলেন? যে জাতি এমনিতেই বই পুস্তুক পড়নের মন মানসিকায় এখনো হাজার বছর পিছিয়ে হেই জাতিডারে আপনে আবার ক্রয় করে বই পড়নের নসীহত বিতরণ কইরবার চাহেন?
এক মশা মারতে এতকিছু জরিত।
তো বইটা লিখতে/প্রকাশ করতে কতকিছু জরিত আছে বলুন। তাই কিনলে অনেক মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ।
পাশাপাশি বাড়িতে থাকলে অনেকে পড়বে জ্ঞান অর্জন করবে ও সে অনুযায়ী আমল করবে ইনশাআল্লাহ। ফলে বই কেনার মালিক কিন্তু অনেক সাওয়াবের ভাগিদার হবে ইনশাআল্লাহ।
তাই কেনার জন্য এই পানিপড়া দিলাম।
মন্তব্য করতে লগইন করুন