সুনান আবুদাউদ (ত্বাহক্বীক কৃত) সকল খন্ড (বই)
লিখেছেন লিখেছেন ইসলামিক বই ২৫ জুন, ২০১৪, ০৩:৪৯:৩৪ দুপুর
বই: সহীহ ও যঈফ সুনানে আবূ দাঊদ [সকল খণ্ড একত্রে]
তাহক্বীক্ব: আল্লামা নাসিরুদ্দীন আলবানী (রহ.)
অনুবাদ: আহসানুল্লাহ বিন সানাউল্লাহ
ফাইল টাইপ: পিডিএফ, ইন্টারলিংক্ড্ সূচীপত্র সহ [সাইজ: ১১৮ মে.বা.]
লিংক: প্রথম খন্ড
দ্বীতিয় খন্ড
তৃতীয় খন্ড
চতুর্থ খন্ড
পঞ্চম খন্ড
একসঙ্গে সকল খন্ড লিংক: সকল খন্ড একসাথে .rar
এটি স্ক্যান করার পেছনে দ্বীন প্রচারের উদ্দেশ্যই মুল কাজ করেছে। তাই বইটি কিনে পড়তে অনুরোধ করা যাচ্ছে। আমরা চাইনা লেখক বা প্রকাশকের ক্ষতি হউক। আমরা মনে করি এই হাদীসগ্রন্থটি কিনলে একই সাথে অনেকগুলো হাদীসগ্রন্থ কেনার উপকার পাবেন। বিশেষ করে অন্য প্রকাশনীর হলে এই এক খন্ড দিয়ে আপনি যে উপকার পাবেন তা অন্য প্রকাশনীর সবগুলোর এক খন্ড কিনলেও উপকার পাবেন না।
বিত্তবানদের প্রতি অনুরোধ আপনাদের মাসজিদে এই হাদীস গ্রন্থটি পড়ার জন্য রাখতে পারেন। আজকের দিনে মাসজিদে আল্লাহর কিতাব বাদ দিয়ে অন্য কিতাব পড়ানো হচ্ছে। সেটির শুধু বিরোধীতা না করে এই সুন্দর রাসূলের হাদীস গ্রন্থটি রাখতে পারেন যা মানুষকে নতুন আলো দিবে সেই সাথে আপনিও পাবেন অসংখ্য সওয়াব। কারণ যে ব্যক্তি ভালো কাজের শুরু করে তিনি তা অনুসরণকারীদের সমান সওয়াব পান কিন্তু অন্যদের সওয়াব কমে না বলে অনেক হাদীসে বর্ণিত হয়েছে।
বিষয়: বিবিধ
১২৮৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ চাহেন তো আরো বই এক এক করে দিবো ইনশাআল্লাহ।
সাথেই থাকুন আর আমার জন্য সালাতে সিজদায় একটু আমার আপনার রহমান রবের নিকট দুআ করতে ভুলবেন না।
জাযাকাল্লাহ খাইরান!
মন্তব্য করতে লগইন করুন