আজ মাওলানা ভাসানীর ১১৩ তম জন্মদিন

লিখেছেন লিখেছেন সাদাসিধে ঝুলিওয়ালা ১২ ডিসেম্বর, ২০১৩, ০৯:০৭:০৬ রাত

বিংশশতকী ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের নায়ক।

যিনি জীবদ্দশায় ১৯৪৭-এ সৃষ্ট পাকিস্তান ও ১৯৭১-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

১৯৫৪ খ্রিস্টাব্দের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে অন্যতম।

স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশিষ্ট ভূমিকা পালন করেন।

তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা এবং পঞ্চাশের দশকেই নিশ্চিত হয়েছিলেন যে পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশ একটি অচল রাষ্ট্রকাঠামো।

১৯৫৭ খ্রিস্টাব্দের কাগমারী সম্মেলনে তিনি পাকিস্তানের পশ্চিমা শাসকদের 'ওয়ালাকুমুসসালাম' বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়েছিলেন।

দেশের মানুষের কাছে 'মজলুম জননেতা' হিসাবে সমধিক পরিচিত।

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

আজ তাঁর ১১৩ তম জন্মদিন।

পথভ্রষ্ট রাজনীতিকে পাথেয় করে আজ আমরা ইতিহাসের আসল সৈনিকদের ভুলে বসেছি। জাতি বিভক্ত মুজিব সেনা, জিয়ার সৈনিক আর জমায়াত নেতাদের নিয়ে। স্বর্ণালী ইতিহাসকে নোংরা রাজনীতির যাঁতাকলে পিষ্ট করে কলংকিত ইতিহাস রচিত করছি।

তবুও মহামানবেরা অমর হয়ে থাকবেন আমাদের শ্রদ্ধায়, আমাদের আদর্শে।

বিষয়: বিবিধ

১৩০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File