কাদের মোল্লা ও ডিএনএ টেস্ট
লিখেছেন লিখেছেন ফারুক হোসেন ১২ ডিসেম্বর, ২০১৩, ০৯:০৮:৪৩ রাত
যদিও আমি নীতিগত ভাবে যে কোন মৃত্যুদন্ডের বিরোধী তবু ও মনে হয় না কসাই কাদের মোল্লার মৃত্যুদন্ড আমাকে বিচলিত করত বা তার পক্ষ নিয়ে আমি এমন কোন পোস্ট অবশ্যাম্ভি গালি খাওয়ার ঝুকি নিয়ে এই ব্লগে লিখতাম। তার পরেও লিখছি গালির ঝুকি নিয়েই--
প্রশ্ন উঠেছে কসাই কাদের ও কাদের মোল্লা এক ব্যাক্তি নয়। এই প্রশ্নের সমাধান কি এতই কঠিন?
গতবছর লন্ডনের এক পার্কিং লটে রাস্তা বানানোর লক্ষে্য মাটি খোড়ার সময় একটি কঙ্কাল পাওয়া যায় , যেটি ৬০০ বছর পূর্বে যুদ্ধে নিহত এক বৃটিশ রাজার বলে ধারনা করা হচ্ছিল। কঙ্কালটির সুনির্দিষ্ট পরিচয় নিশ্চিত ভাবে জানা যায় কানাডায় বসবাসরত রাজার এক দুর সম্পর্কের আত্মীয়ার 'ডিএনএ'র সাথে মিলিয়ে।
আমেরিকাতে এখন হর হামেশাই ডিএনএ'র উপরে ভিত্তি করে ফাসির অনেক আসামি রেহাই পাচ্ছে।
কসাই কাদেরের নিকট বা দুর কোন আত্মীয় কি নেই? ডিএনএ'র উপর ভিত্তি করে যদি ৬০০ বছরের পুরোনো কঙ্কালের পরিচয় জানা যায় , তাহলে কাদের মোল্লা ও কসাই কাদের মোল্লা এক নাকি ভিন্ন ব্যাক্তি , সেটা জানা কি এতই কঠিন?
মনে হয় না কাদের মোল্লার ডিএনএ টেস্ট করার সময় সুযোগ আছে বা ফাসির যে উম্মাদনা ও উল্লাস এই ব্লগে ও শাহবাগ চত্তরে সৃষ্টি হয়েছে , তাতে কারো মনে আমার এই কথাগুলো রেখাপাত করবে। ন্যায় বিচারের স্বার্থে এখনো সময় আছে বাকি আর যেসব যুদ্ধাপরাধীর আইডেন্টিটি নিয়ে প্রশ্ন আছে তদের ডিএনএ টেস্টের মাধ্যমে সকল সন্দেহ দুরিভূত করা।
৫:৩২ এ কারণেই আমি বনী-ইসলাঈলের প্রতি লিখে দিয়েছি যে, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবাপৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে। এবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে। তাদের কাছে আমার পয়গম্বরগণ প্রকাশ্য নিদর্শনাবলী নিয়ে এসেছেন। বস্তুতঃ এরপরও তাদের অনেক লোক পৃথিবীতে সীমাতিক্রম করে।
বিষয়: বিবিধ
১৪৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন