ফিরে এসো শান্তির পথে (পর্ব ৪)
লিখেছেন লিখেছেন আলোর আভা ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৩৮:২১ রাত
রাহেলা ফজরের নামাজ,কোরআন তেলাওয়াত করে সবার জন্য নাস্তা রেডী করে ছেলে মেয়েদের ডাকেন ।
দীনা ,যুব ,শুভ রাহেলার তৈরী করা নাস্তা খেলেও মীনা নিজের নাস্তা নিজেই তৈরি করে নেয় ।
রাহেলা সবার টিফিন রেডী করে সবাইকে গেট পর্যন্ত এগিয়ে আল্লাহ হাফেয বলে বিদায় জানায় ।
রাহেলা এবার আসেন নিজের বেড রুমে জাফর সাহেব এখনো ঘুমিয়ে আছে ।
রাহেলা জাফর সাহেবকে ডেকে বলেন আমি আপনার সাথে কিছু কথা বলত চাই ?
ঠিক আছে বল ।
আপনি একজন বাবা আর বাবা হিসাবে আপনার সন্তানদের ভাল মন্দ দেখার দায়িত্ব আপনার আর আপনি যদি বাবা হিসাবে আপনার দায়িত্ব সঠিক ভাবে পালন না করেন তাহলে আপনাকে আল্লাহর কাছে জবাব দীহি করতে হবে ।
কেন আমি তো আমার দায়িত্ব পালনে কোন অবহেলা করছি না ছেলে মেয়েদের যখন যা প্রয়োজন সবই পূরণ করছি তাদের শহরের ভাল স্কুল কলেজে পরাচ্ছি সবই তো করছি ।বাবা হিসাবে আমি ওদের ভবিষ্যত ভালর জন্য যা প্রয়োজন সবই করছি ।
জী আপনি বাবা হিসাবে তাদের ভালর জন্য যা করছেন তা সবই দুনিয়াবী ভালর জন্য করছেন ।আপনি তাদের নামী দামী স্কুলে পরাচ্ছেন তারা ডাক্তার ইন্জিনিয়ার হবে তাদের নাম যশ,খ্যাতি, টাকা হবে ।কিন্তু একদিন তাদের মরতর হবে এই ডাক্তার ই্ন্জিনিয়ার নাম যশের কোন মূল্যায়ন করা হবে না সেদিন আল্লাহর দরবারে ।
সেদিনের জন্য আপনি আপনার সন্তানদের কি শিক্ষা দিয়েছেন ?
আমি ওদের সবাইকে হুজুর রেখে কোরআন খতম করিয়েছি ওরা প্রতি রমজান মাসে কোরআন খতম করে ।
বাহ্ বেশ ভাল বাবা তো আপনি ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দিয়েছেন বছরে একবার তারা কোরআন খতম করে আর আপনার দায়িত্ব শেষ ।
কোরআন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান ।এখানে আপনার ব্যক্তিগত জীবন থেকে সামাজিক ,রাষ্টীয় জীবন কিভাবে পরিচালনা করবেন সবই আছে ।
কোরআ্ন খতম করার জন্য আল্লাহ কোরআন পাঠান নাই ।কোরআন বুঝে পড়ে সেই অনুযায়ী জীবন পরেচালনা করার জন্য আল্লাহ আমাদের কোরআন দিয়েছেন।
আপনি এই পরিবারের কর্তা আপনি যে ভাবে এই পরিবার পরিচালনা করবেন সে ভাবেই চলবে ।আপনি নিশ্চয় চান আপনার সন্তানেরা ভাল হবে তারা সৎ পথে চলবে ।
সব বাবা মাই চায় তার সন্তানেরা ভাল হবে ।আমি ও চাই ।
জী আপনি ঠিক বলেছেন সব বাবা মাই চায় তার সন্তানেরা ভাল হবে ।
শুধু চাইলেই হবে না সে ভাবে তাদের শিক্ষা দিতে হবে ।আর সন্তানকে শিক্ষা দিতে হলে আগে নিজের শিখতে হবে নিজের নিজের ভিতর সেই গুনাবলীর প্রকাশ ঘটাতে হবে ।
সন্তান প্রথম শিক্ষা পায় বাবা মাকে কাছ থেকে ।বাবা মাকে যেমন দেখবে তারা তাই শিখবে ।
এই যেমন ধরেন আপনি নামাজ পড়েন না আপনার সন্তানেরাও নামাজ পড়ে না ।আপনি যদি নামাজ পড়তেন তাহলে তাদের বলতেন আর তারা দেখে দেখেও শিখত ।
আপনার সংসারে আমি জেনে শুনেই অনেক বড় চ্যালেন্জ নিয়ে এসেছি ।আমি জানি আমাদের সমাজে সৎমায়ে ভাল কিছু করলেও সেটা খারাপ দৃষ্টিতে দেখা হয় ।
কিন্ত আমি আপনাকে নিয়ে ছেলেমেয়েদের নিয়ে শান্তিতে বসবাস করে উদাহরন সৃষ্টি করতে চাই ।
আর আমরা যদি শান্তি পেতে চাই আমাদের চলতে হবে কোরআনের পথে ।
সংসারের কর্তা হিসাবে আমি আপনাকেই প্রথমে আহ্বান জানাচ্ছি ফিরে আসুন কোরআনের পথে শান্তির পথে ।
কোরআনকে বাস্তবায়ন করুন নিজের জীবনে নিজের পরিবারে ।
রাহেলার কথা গুলো কঠিন রাহেলা বলেন খুব নরম ভাবে এতে জাফর সাহেব মনোযোগ দিয়ে শুনেন ও ভাল ভাবে গ্রহন করেন ।
বিকাল বেলা রাহেলা ছেলে মেয়েদের নাস্তা করার জন্য ডাকেন ।মীনা ছাড়া আর তিনজনই আসে ।
রাহেলা মীনার নাস্তা কাজের মেয়েকে দিয়ে তার রুমে পাঠিয়ে দেন ।
আমি তোমাদের সাথে কিছু কথা বলব ,মীনা আমাদের সাথে থাকলে ভাল হত ।তবে সে যেহেতু নেই দীনা তুমি এগুলো মীনাকে বলবে ।
আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন ।আবার আমাদের সময় শেষ হলেই আমার আল্লাহর কাছেই চলে যাব ।কিন্তু যতটুকু সময় আমরা এই দুনিয়ায় থাকব এই সময়টুকু যদি আমরা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাব আর আখেরাতে আল্লাহর কঠিন আজাব থেকে রক্ষা পাব ।
তাই আমরা দুনিয়ায় যতদিন বেঁচে থাকব আমাদের বেশী বেশী ভাল কাজ করা দরকার ।কখন আমরা মারা যাব আমরা জানি না ।আর মারা যাবার পর আমরা আর ভাল কাজ করার কোন সুযোগ পাব না ।
যেমন ধর তোমার আম্মু মারা গিয়েছে তোমার আম্মু এখন কোন ভাল কাজ করতে পারছে না ।
কিন্তু তোমরা আম্মু তোমাদের রেখে গিয়েছে তোমরা তার সন্তান এখন তোমরা যদি ভাল কাজ কর সেগুলোর সোওয়াব সে পাবে তর পর তোমারা তার জন্য বেশী বেশী দোওয়া করলে সেগুলো ও সে পাবে ।আর তোমরা যদি খারাপ কাজ করো তার জন্যও আল্লাহ তাকে কষ্ট দিবে ।
তোমরা তোমার আম্মুর জন্য কান্না করলে তার কোন লাভ হবে না তার জন্য তোমরা বেশী বেশী দোও্য়া কর তাতে তার লাভ হবে ।
মা মনি ভাল কাজ কোন গুলো আমি এখন থেকে সেগুলো করব বলে শুভ ।
আল্লাহ আমাদের যেগুলো করতে বলেছেন সেগুলো ভাল কাজ আর যে গুলো করতে নিষেধ করেছেন সেগুলো খারাপ কাজ ।
মামনি আর বলো এগুলো শুনতে আমার ভাল লাগছে বলে শুভ ।
আজকে আর না মাগরিবের আজান হচ্ছে তোমরা সবাই অজু করে নামাজ পড়ে পড়তে বস ।আর আমরা প্রতিদিন এই সময়ে একটু একটু করে কোরআন -হাদীস থেকে আলোচনা করব ।
যে মীনা হৈ চৈ করে ঘরকে মাতিয়ে রাখত সেই মীনা হয়ে যায় চুপচাপ ।সে হয়ে যায় ঘরবন্দী ।তবে মীনা দীনা ও যুব শুভকে রাহেলার সাথে মিশতে মানাতো করেই না বরং তাদেরকে রাহেলার সাথে মিশতে ও তার কথামত চলতে উৎসাহিত করে ।
রাহেলা ১বছরে মুটামুটি অনেকটাই গুছিয়ে আনে ।
জাফর সাহেব থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই নিয়মিত নামাজ ও কোরআন শুধু তেলাওয়াত নয় অর্থ ব্যাখ্যা সহ পড়া ধরেছে ।
রাহেলার ইচ্ছায় জাফর সাহেব মহল্লার একটা ইসলামী প্রগ্রামে নিয়মিত বসেন ।এতে জাফর সাহেবও বেশ উৎসাহ পাচ্ছেন ।
বাসার সবার এই পরিবর্তনে মীনাও নামাজ পড়ে । ভাই বোনদের সবার রেজাল্ট আগের চেয়ে ভাল হওয়াতে মীনা বেশ খুশী ।সেও অনেকটাই সহজ হয়ে আসে রাহেলার সাথে ।
রাহেলাকে মা না ডাকলে খালা মনি বলে ।আর রাহেলার সাথে প্রয়োজনে একটু আকটু কথা ও বলে ।
রাহেলা এতেই বেশ খুশী মনে মনে ভাবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে । সংসারে মোটা মোটি একটা শান্ত পরিবেশ বিরাজ করছে ঠিক এমনি সময় এমন একটা খবর হয় যা মীনাকে করে তুলে বেপরোয়া......................।
চলবে .......ইনশা আল্লাহ ।
বিষয়: বিবিধ
১৫০৪ বার পঠিত, ৪৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
করলাম।
পিলাচ মাইনাস অনেক ধন্যবাদ স্বাগতম ।এটুকু কিছুই বুঝলাম না ।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইজান ।সুর্যের পাশে হারিকেন @
হারিকেনের মন খারাপ তাই আওণেরও মন খারাপ।
কত বলছি বিবাহবহির্ভূত প্রেম ভালোবাসা ভালো নয় কে শুনে কার কথা কেউ গতকাল খুন্তির ছ্যাঁকা দিয়েছে নাকি? কে জানে??
ভাইজান অনেক অনেক ধন্যবাদ ।
ধন্যবাদ ভাইজান ।
ধন্যবাদ আপু ।
হারিকেনের মন খারাপ তাই আওণেরও মন খারাপ।
কত বলছি বিবাহবহির্ভূত প্রেম ভালোবাসা ভালো নয় কে শুনে কার কথা কেউ গতকাল খুন্তির ছ্যাঁকা দিয়েছে নাকি? কে জানে??
ভাইজান ভাল করে খবর নিয়ে দেখেন খুন্তি কি গরম ছিল নাকি ঠান্ডা খুন্তির ছ্যাঁকা দিছে ।
অনেক অনেক ধন্যবাদ ভাইজান ।
আমাকে কেউ একটু আপন-করে (আদর-করে) কথা বল্লে ভীষণ ভালো লাগে সব দুখঃ যেন কিছুক্ষণের জন্য হলেও অদৃশ্য হয়ে যায়। তোমাকে অন্নেক অন্নেক ধন্যাপাতা
হ্যাঁ... আমি এসব হাবি-জাবি দিবস পালন করার ধারে-কাছেও নেই। মন ভরে ঘৃণা করি এসব দিবস + পালনকারীদের কে।
সবগুলো পর্বই পড়ছি।
গরম ঠান্ডা দুইটাই দেয়া হল যেটা আপনার ইচ্ছা খেয়ে নেন ভাবীসাব ।
মন্তব্য করতে লগইন করুন