আমার মনের এলো মেলো ভাবনা গুলো ।
লিখেছেন লিখেছেন আলোর আভা ০২ মে, ২০১৪, ০৮:৩২:২২ রাত
ইউরোপে থাকি দেশের আত্বীয়-স্বজন ,বন্ধু-বান্ধবেরা মনে করে না জানি কত আরাম আর সুখ উপভোগ করি ।আর টাকার তো কোন অভাবই নাই ইউরোপের আকাশে বাতাসে টাকা উড়ে আমরা শুধু ধরে বস্তায় ভরে রাখি ।
আমাদের তো কোন কাজই করতে হয় না সবইতো হয় মেশিনে ।ঘরঝাড়ু ,থালা বাসুন ধুয়া ,কাপড় ধুয়া আরো যা আছে ।কিন্তু মেশিনটা যে আমাকে ছাড়া চলে না সেটা কেউ বুঝে না ।যখন দেশে ছিলাম তখন এর জন্য মুখের একটা হুকুমই যথেষ্ট ছিল ।
যতদিন দেশে সংসার করেছি আমার বাসায় দুইটা কাজের লোক ছিল আমি ও বাহিরে কোন কাজ করতাম না ।এখানে আসার পর আমার পেটের সাথে সাথে আমার সংসারের কাজগুলো ও চলে এসেছে আবার আমাকে দিনের ৮ ঘন্টা বাহিরেও কাজ করতে হয় ।তার পরো ও শুনতে হয় আমাদের নাকি কোন কাজই করতে হয় না ।
সকাল সাতটায় বের হয়ে সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে বিকাল ৫টায় যখন ঘরে ফিরি মন চায় কেউ যদি এক প্লেট ভাত সামনে এনে দিত ......কে দিবে কেউ তো নেই নিজেই নিয়ে খেতে হবে আর শুধু খেয়ে ও বসে থাকার কোন উপায় নেই আবার রাতের জন্য রান্নাও রতে হবে ।এর পর আছে নিজের প্রতিদিনের কোরআন ,হাদীস, ইসলামী বই পড়াশুনা ।
সপ্তাহে শনি-রবি দুইদিন ছুটি পাই রেষ্ট নিব তার কি কোন উপায় আছে ঘরে কত কাজ ।ঘরবাড়ি পরিস্কার করতে হবে ,কাপড় ধুতে হবে,বাজার করতে হবে,আবার সংগঠনের প্রগ্রামেও যেতে হবে ।আর একদিন হয় দাওয়াত খাওয়াতে হবে না হয় খেতে হবে ।আমি অবশ্য দাওয়াত তেমন খাওয়াই না ,দাওয়াত খেতে খেতেই ক্লান্ত ।সময় যে কত দ্রত শেষ হয়ে যাচ্ছে ঢেরই পাচ্ছি না ।
ইউরোপের মানুষ গুলো চলছে যন্ত্রের মত আমরা তাদের সাথে তাল মিলাতে গিয়ে আমাদের একূল -ওকূল দূকুল হারাচ্ছি না তো !
আমার ভাই বোনেরা আমার আগেই ইউরোপে সেটেল্ট তাদের কাছে ইউরোপের উন্নত জীবনের কথা শুনে শুনে তাদের আগ্রহেই আমার ও আসা ।মাঝে মাঝেই আমি ভাবি কি পেলাম এই উন্নত জীবনে দৌড়ের উপর থাকা ছাড়া ।পবিত্র কোরআনে আল্লাহপাক জান্নাতীদের জন্য যে উন্নত জীবন যাপনের ঘোষনা দিয়েছেন তার সাথে তো এর কোন তুলনাই চলে না । তাহলে সেই উন্নত জীবন পাবার জন্য ইউরোপের এই যান্ত্রিক জীবনে কতটুকু সময় দিতে বা কাজ আমি করতে পারছি ।
ইউরোপে এসে যেটুকু লাভ হয়েছে আমার মেয়ে UCL এ (pharmaceutical chemistry)পড়াশুনা করছে ।ছেলেও সুইডেনের দামী নয় তবে নামী কলেজে পড়ছে ,আশা করছি ইনশা আল্লাহ সে আর ভাল ইউনির্ভারসিটি ও ভাল সাবজেক্টে পড়বে । যেটা আমি বাংলাদেশে থাকলে পারতাম না ।আশা করি ইনশা আল্লাহ ভবিষ্যতে আমার ছেলে মেয়ে এই ইউরোপ আমেরিকায় একটা ভাল পজিশনে যাবে ।
কিন্তু এসবই তো হল দুনিয়ার পাওনা ,দুনিয়া শেষ তাদের এই সার্টিফিকেটও শেষ ।আখেরাতের সেই অনন্ত জীবনের জন্য তাদেরকে আমি কত টুকু তৈরী করতে পারছি ।যা কল্যাণ কর হবে তাদের জন্য আর আমার জন্য । চেষ্টা তো করছি জানি না পারব কিনা যদি না পারি তাহলে তো আমার জীবন পুরাটাই শূন্য ।
মাঝে মাঝে খুব ভয় করে আমি আবুল আসাদ সাহেবের সাইমুম সিরিজ পড়েছি সেখানে নায়ক মূসার সাথে এমন এমন মানুষের পরিচয় ঘটে যারা জানেই না তাদের ধর্ম কি খুজঁতে খুজঁতে শেষে বের হয় তাদের পূর্ব পুরুষ মুসলমান ছিল ।আমার আগামী উত্তরসূরীরা এমন হয়ে যাবে না তো !!
হে আল্লাহ এমন যেন না হয় তুমি আমাদের সহায় হও আমাদের সন্তানদের ইমানী যোগ্যতা ও মেধা বৃদ্ধি করে দাও তারা যেন সেটা কাজে লাগিয়ে এই ইউরোপের বুকে তোমার কালেমার পতাকা উড্ডোয়ন করতে পারে । আমীন !
বিষয়: বিবিধ
২০১৬ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন
আপনার প্রজন্ম টা কে শিক্ষিত করে তুলুন।
হে আল্লাহ এমন যেন না হয় তুমি আমাদের সহায় হও আমাদের সন্তানদের ইমানী যোগ্যতা ও মেধা বৃদ্ধি করে দাও তারা যেন সেটা কাজে লাগিয়ে এই ইউরোপের বুকে তোমার কালেমার পতাকা উড্ডোয়ন করতে পারে । আমীন !
Thank you
আমাদেরও একই অবস্থা এটার অর্থ কি বুঝলাম না বৃত্তমণি তার মানে কি আপনার বাচ্চাগুলোও "আলোর আভা"পুর বাচ্চাদের মতোই বড়?
এবং সন্ধ্যার সময় কাজের চাপ হুট করে বেড়ে যায়.....।
ঠিক আপু???
মোট কথা নিজ অবস্থানে থেকে চিন্তা করা "নদীর ওপাড়েতে যত সুখ আমার বিশ্বাষ" থিওরি কাজ করে।
আপুজ্বী প্লীজ ব্লগে নিয়মিত হলে ভালো হয়।
কারন আপনাকে খুব কম দেখি।
মন্তব্য করতে লগইন করুন