বিয়ে ক্যারিয়ার গঠনের জন্য কোন প্রতি বন্ধকতা নয়

লিখেছেন লিখেছেন আলোর আভা ১৮ আগস্ট, ২০১৪, ০৬:১১:৩২ সন্ধ্যা



নাজমুস সাকিব তারেক ২০১৩ তে Nottingham Trent University থেকে এল এল বি ডীগ্রিতে র্ফাষ্ট

ক্লাস র্ফাষ্ট ও ডির্পাটমেন্টের সেরা স্টুডেন্টের স্থান অধিকার করে ।বর্তমানে সে University of Oxford LLM করছে ।

রাইসা খান ২০১৪ তে Nottingham Trent University থেকে Pharmaceutical Chemistry তে ক্লাস র্ফাষ্ট ও ডির্পাটমেন্টের সেরা স্টুডেন্টের স্থান অধিকার করে ।আগামী ১৮ ই সেপ্টেম্বর থেকে রাইসা পি এইচ ডি শুরু করবে University of Sussex Anti-cancer drugs এর উপর research .



Law ডিপার্টমেন্ট বেষ্ট ষ্টুডেন্টের পুরস্কার গ্রহন করছেন নাজমুস সাকিব তারেক ২০১৩ ।



Prize-giving ceremony তে নাসমুস সাকিব তারেক ও রাইসা ।











রাইসা আমার একমাত্র মেয়ে । তিন বছর আগে কলেজ শেষ করার পরই তাকে বিয়ে দেই তারেক এর সাথে ।

। রাইসা ছোট বেলা থেকে ছাত্রী হিসাবে ভাল ছিল । সুইডেন থেকে স্কুল ও কলেজে ভাল রেজাল্ট করেছে এটা ঠিক । তবে বিয়ে না হলে গ্রাজোয়েশনে সে এতটা ভাল রেজাল্ট করতে পারত না । আলহামদুল্লিলাহ ।

বিয়ে ক্যারিয়ার গঠনের জন্য কোন প্রতি বন্ধকতা নয় বরং আর্শিবাদ । এর জন্য প্রয়োজন শুধু নিজেদের চেষ্ট ও মনোবল ।তারেক ও রাইসা দুইজনই দুইজনকে পড়ালেখার ব্যাপারে সহযোগীতা করেছে ।যার কারনেই তারা দুইজনেই এতটা ভাল রেজাল্ট করতে পেরেছে ।আমি মা হিসাবে আশা ও দুয়া করি ভবিষ্যতে তারা আরো ভাল রেজাল্ট করে একটা ক্যারিয়ার গঠন করবে ।

আরো একটু কথা বলতেই হয় আমার মায়ের বিয়ে হয়েছিল ক্লাস ফোরে আর আমার বাবা তখন ছিল ঢাকা কলেজের ছাত্র । আমাদের তিনভাই বোনের জন্মের পর আমার মা এস এস সি ও বাবা ঢাকা ইউনির্ভারসিটি থেকে ইংরেজীতে মাষ্টার্স শেষে করেন এর পর আমাদের আর ভাই বোনের জন্ম হয় ।

আমার বিয়ে হয় ক্লাস সিক্স এ আমার স্বামী তখন সবে মাত্র ঢাকা ইউনির্ভারসিটিতে অর্নাসে ভর্তি হয়েছে ।আমার দুই বাচ্চার জন্ম হয় আমি এস এস সি পাশের আগেই কিন্তু লেখা পড়ার শেষ ধাপ পার করতে কোন সমস্যা হয়নি আল্লাহর রহমতে ।

বিষয়: বিবিধ

২৩৪৬ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255595
১৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
মনসুর আহামেদ লিখেছেন : আপনার পড়াশুনার প্রতি খুব আগ্রহ ছিল।
মূলত ইসলামের পথে ছিলেন। তাই অনেকটা
সহজ হয়েছে।
২০ আগস্ট ২০১৪ রাত ০১:১৭
199721
আলোর আভা লিখেছেন : কমেন্টের জন্য ধন্যবাদ ।
255599
১৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
বাজলবী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।
২০ আগস্ট ২০১৪ রাত ০১:১৭
199722
আলোর আভা লিখেছেন : ধন্যবাদ ।
255600
১৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
বুড়া মিয়া লিখেছেন : অনেক ভালো লাগলো আপনার মেয়ে এবং মেয়ের জামাই এর কথা জেনে এবং অল্প বয়সে বিয়ের পর আপনার মা এবং আপনার সাফল্যের কথা জেনেও অনেক আনন্দিত।
২০ আগস্ট ২০১৪ রাত ০১:১৮
199724
আলোর আভা লিখেছেন : দুয়া করবেন আমাদের জন্য ।ধন্যবাদ ।
255617
১৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২০
আওণ রাহ'বার লিখেছেন : Sad Crying Sad Crying Sad Crying
কিন্তু আমাকেতো বিয়ে করতে দেয়না।
আটকাই রাখে।
আবার কিছুদিন আগে থ্রেড পাইছি এখনো বয়স হয়নাই।
হুট করে যেনো কিছু না করি।
বিয়ে কবে যে হবে।
Sad Crying Sad Crying
২০ আগস্ট ২০১৪ রাত ০১:১৯
199725
আলোর আভা লিখেছেন : আপনি তো এখনো অনেক ছোট ভাই ।
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৩
199987
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপনি আওণ ছোট্ট নয়,,,,,, সে ছোট্ট সেজেছে Tongue Tongue
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৪
199988
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : "আপুনি" .... পড়তে হবে (টাইপিং মিসটেক)
255626
১৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
গ্রামের পথে পথে লিখেছেন : বাল্যবিয়ে..............
২০ আগস্ট ২০১৪ রাত ০১:১৯
199727
আলোর আভা লিখেছেন : তাড়াতাড়ি থানায় যান ।
২০ আগস্ট ২০১৪ রাত ০১:২৮
199738
গ্রামের পথে পথে লিখেছেন :



মাশাআল্লাহ, সর্বকালের শ্রেষ্ঠ বিধান................
২০ আগস্ট ২০১৪ রাত ০১:৩৮
199741
বুড়া মিয়া লিখেছেন : হুম @গ্রামের পথে পথে, উপরে দেখ একদম বর্ণনা ও সার্টিফিকেটসহ এ বিধান বাস্তবায়নের দুনিয়ার প্রতিফল আর আখিরাতে কি আছে ভাবতে পারিস?

তোকে না প্রেসক্রিপশন দিয়েছিলাম আমার দাসী হতে? পায়ে ময়লা জমে যাচ্ছে – তাড়াতাড়ি চলে আয়, ধুয়ে দিয়ে পানি খা, অনেক ফায়দা হবে আর আলসে বুড়া মিয়ার পায়ের ময়লাগুলোও পরিস্কার হবে।
255659
১৮ আগস্ট ২০১৪ রাত ০৯:৪২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,,,সম্মানিত ব্লগার আপনাকে অনেক দিন পর ব্লগে দেখে ভালো লাগতেছে। আপনাদের পরিবারের প্রতি দোয়া রইলো। আর যে কথা বলার লক্ষে পোস্ট দিয়েছেন তা যৌক্তিক প্রমান করতে আপনি সক্ষম হয়েছেন অনেক শুকরিয়া।
২০ আগস্ট ২০১৪ রাত ০১:২০
199728
আলোর আভা লিখেছেন : আপনাকে ও শুকরিয়া ।
255663
১৮ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৮
আহ জীবন লিখেছেন : ভাগ্য,কর্ম আর কষ্টের সঠিক বুঝ যার আছে তার জন্য বিয়ে আশীর্বাদ।
২০ আগস্ট ২০১৪ রাত ০১:২১
199729
আলোর আভা লিখেছেন : আপনাকে ধন্যবাদ ।
255684
১৮ আগস্ট ২০১৪ রাত ১০:৫৮
এবেলা ওবেলা লিখেছেন : আপনার মত একজন গর্বিত মাকে স্যলুট আর তারেক এবং রাইসা কে তাদের এই সাফল্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাবেন আমার পক্ষ থেকে---
২০ আগস্ট ২০১৪ রাত ০১:২২
199731
আলোর আভা লিখেছেন : আপনার শুভেচ্ছা তাদের জানিয়ে দিয়েছি ।ধন্যবাদ
255689
১৮ আগস্ট ২০১৪ রাত ১১:০৫
আবু জান্নাত লিখেছেন : বর্তমান সমাজের যেই অবস্থা, তাতে মনে হয় কলেজ জিবন শুরুর আগেই বিবাহ করা দরকার, না হলে তো চরিত্র ও জীবন দুইটাই ধ্বংশ অনিবার্য। খুবই কমসংখ্যক ছেলে মেয়ে আছে,যারা কলেজ জীবনে নিজের চরিত্র ঠিক রাখতে পারছে। এদিকে ইসলাম বিদ্ধেশীরা তো ১৮ এর আগে বিবাহ হারাম করে রেখেছে কিন্তু প্রেম ও নষ্টামীতে উৎসাহ যোগাচ্ছে, যেমন অষ্টম শ্রেনীতে "নিজেকে জানো" বইটি।

আপনার মেয়ে ও জামাই এর জন্য শুভ কামনা রইলো। অনেক ধন্যবাদ
২০ আগস্ট ২০১৪ রাত ০১:২২
199733
আলোর আভা লিখেছেন : আপনাকে ধন্যবাদ ।
১০
255824
১৯ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিয়ে ক্যারিয়ার এর ক্ষেত্রে কোন প্রতিবন্ধক নয় কিন্তু তথাকথিত ক্যারিয়ার বিয়ের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাড়িয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই মা বাবা ছেলে কে ছাত্র অবস্থায় বিয়ে দিতে চাননা এই যুক্তিতে যে বউ কে খাওয়াবে কি!! অর্থাত তারাই চান না নিজের ছেলের মত আরেকটি মেয়ের দায়িত্ব নিতে। স্বাভাবিক ভাবেই এই বউ যখন শশুড়শাশুড়ি কে অবজ্ঞা করেন তাকে কম দোষ্ দেয়া যায় কারন সেই শশুড়শাশুড়ি তার জিবনে কোন অবদানই রাখেনননা।
আপনাদের অভিনন্দন।
২০ আগস্ট ২০১৪ রাত ০১:২৭
199736
আলোর আভা লিখেছেন : এখানে শুধু ছেলের মা বাবা নয় মেয়ের মা বাবাকে ও কিছু ত্যাগ স্বীকার করতে হবে । আমার মাও বিয়ের পর আমার নানা বাড়ি ছিল অনেক বছর । আমি ও বিয়ের আমার স্বামীর চাকরি হওয়ার আগ পর্যন্ত আমার বাবা বাড়ি ছিলাম । ধন্যবাদ
১১
256110
১৯ আগস্ট ২০১৪ রাত ১১:১৪
বৃত্তের বাইরে লিখেছেন : এমন সন্তানের জন্য বাবা মায়ের অবদানও কম নয়। একজন গর্বিত, সফল মা হিসেবে আপনাকে অভিনন্দন আপু। খুব ভাল লাগল। শুভেচ্ছা রইল আপনার পরিবারের সকলের প্রতি।

২০ আগস্ট ২০১৪ রাত ০১:২৮
199737
আলোর আভা লিখেছেন : আপনার কমেন্ট পেয়ে অনেক ভাল লাগল আপু ।অনেক ধন্যবাদ ।
১২
256357
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : অন্নেক ভালো লাগলো Good Luck Good Luck যাজাকাল্লাহু খাইর। Rose Rose Good Luck Good Luck Rose Rose (বিয়ে ক্যারিয়ার গঠনের জন্য কোন প্রতি বন্ধকতা নয়) আপনার কথাটা বেশ ভালো লেগেছে আপুমণি। আমারও ইচ্ছা ছিলো অন্তত ইউনিভার্সিটির শেষের দিকে বিয়ের করার ........কিন্তু বাস্তবতা বড়ই কঠিন..... Surprised Crying Crying

আপনি সহ, আঙ্কেল ও রাইসা আন্টিমণির জন্য অনেক দোআ। আল্লাহ্ যেন সবাইকে আল্লাহ্'র নির্দেশিত পথেই অটল রাখেন। Good Luck Good Luck Praying Praying
২৮ আগস্ট ২০১৪ রাত ০৮:০৫
203041
আলোর আভা লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইজান ।
১৩
266637
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৩৯
বিদ্যালো১ লিখেছেন : আল্লাহ্‌ আমাদের এ থেকে শিক্ষা নিয়ে জীবনে প্রয়োগ করার তাওফিক দিক।

জাযাক আল্লাহ্‌ খাইরান
১৪
275017
১৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.. ........ আপু, আপনি ভালো আছেন? অনেক দিন ব্লগে দেখতেছি না আপনাকে, তাই একটু খবর নিতে আসলাম আপনার এখানে।

আপনার জন্য দোআ করি, আল্লাহ্ যেন আপনাকে (অসুস্থ হলে) সুস্থ করে দেন, ব্যস্থতা কমিয়ে বিশ্রামের সুযোগ করে দেন, আমাদের সাথে ব্লগে কিছু সময় দেয়ার সুযোগ কেরে দেন। আল্লাহ’র নির্দেশিত পথেই চলার তৌফিক দান করেন, ও তার উপর অটল রাখেন। আমীন।

আমার জন্যও দোআ চাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File