হাদীসে রাসুল (সাঃ)
লিখেছেন লিখেছেন আলোর আভা ২৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:৩৮:৪৯ সন্ধ্যা
রাসুলে করীম (সাঃ) বলিয়াছেন :
আল্লাহ তায়ালা সেই লোকের মুখমণ্ডল উজ্জ্বল-উদ্ভাসিত করিবেন,চির সবুজ চির তাজা রাখিবেন ,যে আমার কথা শুনিয়া মুখস্ত করিয়া রাখিবে কিংবা স্মৃতিপটে সংরক্ষিত রাখিবে এবং অপর লোকের নিকট তাহা পৌছাইয়া দিবে।জ্ঞানের বহু ধারকই প্রকৃত জ্ঞানী নহে ,তবে জ্ঞানের বহু ধারক উহা এমন ব্যক্তির নিকট পৌছাইয়া দেয় ,যে তাহার অপেক্ষা অধিক সমঝদার।
(আবু দাউদ)
বিষয়: বিবিধ
১৩৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন