মুসলিমের প্রয়োজন পূরণে সহায়তা করা।

লিখেছেন লিখেছেন আলোর আভা ২৮ সেপ্টেম্বর, ২০১৩, ১১:২৫:৪৫ রাত

মহান আল্লাহ বলেনঃ

"তোমরা কল্যাণ কর কাজ কর,আশা করা যায় তোমরা সফলকাম হবে।"(সুরা আল-হজ্জঃ৭৭)

এবনে উমার (রাঃ)থেকে বর্ণিত,রাসুল(সাঃ)বলেনঃএক মুসলিম আরেক মুসলিমের ভাই।সে না তার উপর যুলুম করবে,আর না তাকে শত্রুর হাতে সোপর্দ করবে।যে ব্যক্তি তার মুসলিম ভাইউএর প্রয়োজন পূরণে সচেষ্ট।আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করবেন।যে ব্যক্তি কোন মুসলিমের কোন আসুবিধা বা বিপদ দূর করে দেয়,আল্লাহ কিয়ামতের দিন তার কদ্ট বা বিপদের অংশ বিশেষ দূর করে দিবেন।যে ব্যাক্তি কোন মুসলিমের দোষ গোপন রাখে,কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন।

ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।

সংগ্রহঃরিয়াদুস সালেহীন

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File