নকল বাঙ্গালী

লিখেছেন লিখেছেন বিতর্কিত মুফরাদ ১৯ আগস্ট, ২০১৪, ১০:০১:১৯ রাত

৩মাথায় গফরার দোকান। আগে অনেকটা শুন্যতা বিরাজ করতো দোকানে। খরিদদার নাই বেঁচা কেনা নাই। ঠুক ঠুক করে চলতো তার দোকান।

এখন তার দোকানটা অনেকটা হেলদী, গফরাও সুখী। এতে ঈশ্বরের আর্শিবাদ থাকতে পারে কিন্তু তার মেহনত, তার শ্রম ঈশ্বরের প্রদেয় ভাগ্যকে চ্যাঞ্জ করেছে, এটা স্বয়ং ঈশ্বরকেও মানতে হবে।

বাঙ্গালী মানে জোটলা পাকিয়ে গল্প করা, একজন নর্দমা পরিষ্কার করলে ৩০জন দাড়িয়ে দাঁড়িয়ে দেখা, একজনের সংসারে অশান্তি হলে ১০টা ঘরে সংবাদ পৌঁছানো বাঙ্গালীর দায়িত্ব।

কিন্তু গফরা ছিল একনিষ্ঠ। এ হেলদী দোকানে বউএর গহনা বেঁচা টাকা কিংবা গরু বিক্রির টাকা ছিলনা। ছিল অদম্য ত্যাগ, সততা আর পরিশ্রম। গফরা এসব পেরেছে কারন সে একজন স্বার্থপর নকল বাঙ্গালী।

দেশকে বাংলাদেশ করতে এরকম অসংখ্য নকল বাঙ্গালী দরকার।

বিষয়: বিবিধ

৯৫০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256134
২০ আগস্ট ২০১৪ রাত ১২:০০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Cheerবাঙ্গালী মানে জোটলা পাকিয়ে গল্প করা, একজন নর্দমা পরিষ্কার করলে ৩০জন দাড়িয়ে দাঁড়িয়ে দেখা, একজনের সংসারে অশান্তি হলে ১০টা ঘরে সংবাদ পৌঁছানো বাঙ্গালীর দায়িত্ব।
256243
২০ আগস্ট ২০১৪ সকাল ১০:৩২
কাহাফ লিখেছেন : একমত পোষণ করছি..........।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File