বিয়ে
লিখেছেন লিখেছেন ঝরাপাতা ১৯ আগস্ট, ২০১৪, ১০:০৪:১৯ রাত
বিয়ে মানব জীবনের এক গুরুত্বপুর্ন সিদ্ধান্ত। ভালো কিংবা মন্দ যাই হোক না কেন বিয়ে একবার করলে তা থেকে ফেরার দ্বিতীয় কোন পথ খোলা নেই। অপেক্ষাকৃত ধনীদের জন্য বিয়ে করাটা তেমন ঝামেলার না হলেও আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের জন্য জটিল ও কঠিন এক কাজ। অনেকটা বিকলাঙ্গ পা নিয়ে হিমালয় জয় করার মতো ব্যাপার স্যাপার।
=====
পঁচিশ ছাব্বিশ বছর বয়সে বিয়ে করার উত্তম সময় হলেও আমাদের জন্য তা এক প্রকার নিষিদ্ধই বটে। পড়ালেখা শেষ করতেই চলে যায় এ বয়েস। এরপর কিছু একটা করতে লেগে যায় আরো বেশ ক বছর। তারপর পরিবারকে ম্যানেজ করে সঞ্চয় করা এক প্রকার কঠিন এক যুদ্ধ।
======
দু তিন বছর চাকরী বাকরী করার পর বিয়ে করতে মন চাইলেও নানান সীমাবদ্ধতার শেকল পায়ে জড়ে। পরিবারের অভাব অনটন। ছোট ভাই গুলোকে মানুষ করা। ছোট বোনটাকে অন্তত ইন্টার পাশ করিয়ে ভালো পাত্রস্থ করা। পরিবারের ভরন পোষনের দায় টানা। কতো বিষয় আশয়। ওদের পড়ালেখার খরচ। বড় ভাই কোন কারনে বিয়ে না করলে তো আরো অপেক্ষার পালা!
=======
সব ঝামেলা একপাশে রেখে বিয়ে করতে গেলেও ভয়। নূন্যতম দু ভরি সোনার গহনা। বিয়ের খরচ, খাওয়া দাওয়াসহ আনুষাঙ্গিক খরচের হিসেবের মারপ্যাঁচে বিয়ে করতে পিছুটান।নিজেকে একটা অবস্থানে পৌছানোর প্রানান্ত চেষ্টা আমাদের বঞ্চিত করে। পুরোনো ঘরটা ঠিক করে নেয়া। বাথরুম পাকা করা, পানির কল বসানো, দু চারটা গহনা বানানোসহ আরো কতো কি করার আয়োজন----
======
এক সময় অপেক্ষা আর প্রচেষ্টার ঘোরে বয়সের কোটা ত্রিশ পেরোয়। বিয়ে আর করা হয়ে ওঠেনা।এরপর চাইলেও আর বিয়ে করা সহজ বিষয় হয়ে ওঠেনা। ত্রিশ বত্রিশ তো বুড়োদের কাতারে! এক সময় হয়তো বিয়ে নামের সোনার হরিন শিকোয় জোটে বহু কাটগট পুড়িয়ে। যার বেশির ভাগই অসম বিয়ে বলে মনে হয়।
=======
আজন্ম প্রেমহীন জীবনে বিয়ে নিয়ে থাকে কতো পরিকল্পনার অজস্র সমীকরন। হানিমুন! বান্ধবী স্ত্রী! সোনায় সোহাগা আহ্লাদি সংসার! কিন্তু বাস্তবতার বাস্তবে সবই ভাগাড়।মিছে কল্পনা। বয়সের দোষ!আরো আছে বিদেশী বরের খপ্পর কিংবা ফাঁদ! আরো আছে কথিত সব উচ্চাবিলাসীনীদের অদ্ভুদ সব পছন্দ ও ভাবাবেগ। কোন মতেই যেন হিসেব মেলেনা যাযাবর জীবনের।
=======
বিয়ে নামের অদ্ভুদ এ খেলায় ধনীরা টিকে যায়। মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা কখনো সখনো হারতে হারতে জিতে যায়। এ দুটি কথিত শ্রেনীর মানুষ গুলোর জন্য হারতে হারতে জিতে যাওয়ার গেমটি হয়ে যায় বিকলাঙ্গ পা নিয়ে হিমালয় জয়ের মতো কঠিন পথে।মেনে নেয়া এবং মানিয়ে নেবার মতো!!
=======
(মেয়ে/নারীদের জন্য এ স্ট্যাটাস নয়)
=======
১৩.০৮.২০১৪ইং
বিষয়: বিবিধ
১৩৩২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিজের পায়ে দাড়িয়ে বিয়ে করা ছেলেদের জন্য চ্যালেঞ্জ! নিজের পায়ে দাড়াতে না পারলে স্ত্রীর নুন্যতম অধিকার টুকু দেয়া কষ্টকর। তাই নিজেকে পরিশ্রমি করে গড়ে তোলা অত্যন্ত জরুরী!! ধন্যবাদ
এই ব্লগে প্রচুর জান্নাতি আপু আছেন ।
যারা আপনার কাছে একটা শাড়ি ও এক জোড়া স্যান্ডেল দেন মোহর হিসেবে পেলেই খুশি । আপনি তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী যেভাবে রাখবেন, যেভাবে খাওয়াবেন, যেভাবে পড়াবেন - তারা সেভাবেই খুশী । তারা সর্বদাই চাইবে আপনার মুখে হাসি ফোটাতে । আপনার সংসারকে তারা সুখের সাগরে ভাসিয়ে রাখবে সদা দ্বীনের আলোয় ।
জায়গা মত এসে গেছেন ভাই সাহেব । লেগে থাকেন । জান্নাতি আপুদের পোস্টে যান , কমেন্ট করেন । বুঝবেন আপনার কাঙ্খিত জায়গাতেই আছেন ।
মন্তব্য করতে লগইন করুন