শহীদের জন্য শুধু দোয়া চাই ::ওবায়দুল্লাহ সোহেল::

লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:০৮:১৭ দুপুর

ফুল দিতে যাচ্ছি লাম।

পথ আগলে দাঁড়ালো শহীদ

মুক্তিযোদ্ধারা---

¤শহীদ -- কই যাও?

¤ আমি -- জি, স্মৃতি সৌধে যাচ্ছি

ফুল দিতে।

¤শহীদ -- ফুল দিয়ে কি হবে?

¤ আমি -- না, মানে আপনাদের স্মরণ

করা হল। আপনাদের আত্মা শান্তি

পাবে।

¤শহীদ -- হা হা হা, কুরআন হাদিসের

কোথাও লেখা আছে, ফুল দিলে

আত্মার শান্তি হয়?

কখনো কি কবর জিয়ারত করেছো? দুই

রাকাত নামাজ পড়ে আমাদের জন্য

দোয়া করেছো??

¤ আমি -- জি…না, মানে…

¤শহীদ -- হুমম, প্রতি বছর কত টাকার ফুল

দিয়ে এভাবে শ্রদ্ধা জানাও?

¤আমি -- জি, কয়েক কোটি টাকার

উপরে।

¤শহীদ-- আচ্ছা আমার মা যে

চিকিৎসার

অভাবে মারা গেছে, কেউ কি

খোঁজ নিয়েছে? অথবা, এই টাকা

দিয়ে অনেক দারিদ্রদের অভাব

মোচন করতে পারতে?

¤শহীদ-- আমার আত্মীয় স্বজনরা যে

রিকশা চালিয়ে, দিনমজুরি করে

জীবিকা নির্বাহ করে,

তার কি কোন খবর রাখে কেউ?

¤ আমি -- ভাই, আসলে জীবন তো

দিছেন আপনারা ।

আপনাদের আত্মীয় স্বজন তো দেয়

নাই। তাদের খোঁজ কেন নিব?

¤শহীদ 2 -- বাদ দাও তো ! ওদেরকে

বেশি উস্কে দিয়ো না।

বেশি উস্কালে হয়ত, নতুন প্রজন্মের

মুক্তিযোদ্ধার মতনতুন প্রজন্মের

ভাষা সৈনিক নামেও তারা

আরেকটা পার্টি বানাবে।

(মনটা খারাপ হয়ে গেল। বাসায়

ফিরে আসলাম। )

বিষয়: বিবিধ

১৩৩৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360100
২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:২০
আবু জান্নাত লিখেছেন : এদেরকে কি শহীদ বলা যাবে? নাকি রাষ্ট্রদ্রোহী বলা যায়! Crying Crying Crying
360103
২১ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৩৯
কুয়েত থেকে লিখেছেন : বেশ তো!সুন্দর ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
360132
২২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দোয়া নাকি সংস্কৃতি নয়!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File