ফ্রান্স বর্বর ও সন্ত্রাসী রাস্ট ।। ওবায়দুল্লাহ সোহেল
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ১৮ নভেম্বর, ২০১৫, ১০:৫৬:৫৭ সকাল
ফ্রান্স মুলত অসভ্য , বর্বর আর সন্ত্রাসী
রাষ্ট্র ।
.
১. আপনি কি জানেন যে, উসমানীয়
খিলাফতের পতন কে ঘটিয়েছিল? -
ফ্রান্স।
.
২. আপনি কি জানেন যে, ক্রুসেড
যুদ্ধের সময় মুসলিমদের দুনিয়ার বুক
থেকে কারা মুছে ফেলতে
চেয়েছিল? - ফ্রান্স।
৩. আপনি কি জানেন যে, আফ্রিকার
মুসলিমদের পাইকারী হত্যা
করেছিল কারা?- ফ্রান্স।
.
৪. আপনি কি জানেন যে,
আলজেরিয়াতে ১০ মিলিয়ন
মুসলিমকে কারা কুকুরের মত হত্যা
করেছিল? - ফ্রান্স।
.
৫. আপনি কি জানেন যে, দখলদার
ইসরাঈল রাষ্ট্রের বিরুদ্ধে যখন
আরবরা যুদ্ধ করতে করতে একের পর এক
ইসরাইল ভূমির পতন হচ্ছিল তখন কারা
বলেছিল যে, আমাদের সব অস্ত্র
নিয়ে ইসরাইলকে রক্ষা করো? -
ফ্রান্স।
.
৬. আপনি কি জানেন যে,
জাতিসঙ্ঘে যখন প্যালেস্টাইনের
পক্ষে কোন বিল পাশ হতে লাগে
তাতে সর্বপ্রথম ভেটো দেয় কে? -
ফ্রান্স।
.
৭. আপনি কি জানেন যে, রাসূলুল্লাহ
ছল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লামকে গালি দেওয়া মৌলিক
অধিকার এই কথার প্রচারক কে? -
ফ্রান্স।
.
৮. আপনি জানেন কোন দেশ নিকাব
নিষিদ্ধ বিল পাশ করেছে ? - ফ্রান্স
.
৯. ইসলাম ও হুযুর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে
কোন দেশের পত্রিকা ব্যাঙ্গ
প্রকাশ করে ? - ফ্রান্স
.
১০. উন্নত , শান্তির দেশ লিবিয়াকে
কে ধ্বংস করেছে ?- ফ্রান্স
.
সম্প্রতি সিরিয়াতে বাশার আল
আসাদকে হটানোর জন্য বিদ্রোহী
গ্রুপগুলোকে সাহায্যকারী অন্যতম
রাষ্ট্র হচ্ছে ফ্রান্স। সউদী
সরকারের টাকায়
বিদ্রোহী সন্ত্রাসীদের অস্ত্র ও
সেনা সরবরাহের দায়িত্ব
নিয়েছিলো ফ্রান্স।
.
মুসলমানদের রক্তে রঞ্জিত যে ফ্রান্স
আজ নিজেকে সভ্য দাবী করে , সে
দেশ মুলত অসভ্য , বর্বর আর সন্ত্রাসী
রাষ্ট্র
এসব জানার পরও প্রোফাইল এ
ফ্রান্সের
জাতীয় পতাকা দেখা যায় কি করে
বুঝে অাসে না।।।
বিষয়: বিবিধ
১২৬০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন