দেশে বাড়ছে শিক্ষিত বেকার, প্রয়োজন কর্মসংস্থান নীতির বাস্তবায়ন। আমরা বেকার যুবকেরা চাকরি চাই ও
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ২৯ মার্চ, ২০১৫, ০৩:৪৬:০৯ দুপুর
দেশে বাড়ছে শিক্ষিত বেকার,
প্রয়োজন কর্মসংস্থান নীতির
বাস্তবায়ন
======================
দেশে প্রতিবছরই আশঙ্কাজনক
হারে বাড়ছে শিক্ষিত
বেকারের সংখ্যা। এক্ষেত্রে
নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা,
কোটাপদ্ধতি, আর সেশনজটের
মতো কারণগুলোকে দুষছেন
চাকরীপ্রার্থীরা।
.
অন্যদিকে গবেষকরা বলছেন, নতুন
কর্মক্ষেত্র
আর বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির
সঙ্গে চলমান নীতির বাস্তবায়ন
ঘটাতে পারলে আগামী এক
দশকে বেকারত্বের হারকে আনা
যেতে পারে কিছুটা সহনশীল
পর্যায়ে। যদিও সরকারের পক্ষ
থেকে বারবার বলা হচ্ছে ২০২৫
সালের আগেই দেশ হবে সম্পূর্ণ
বেকারমুক্ত।
.
বাংলাদেশ পরিসংখ্যান
ব্যুরোর সর্বশেষ জরিপ অনুযায়ী গত
দশ বছরে দেশে বেকারত্ব
বেড়েছে ১.৬ শতাংশ, নতুন
কর্মসংস্থান সৃষ্টির হার কমেছে ২
শতাংশ। অন্যদিকে, আন্তর্জাতিক
শ্রম সংস্থা বলছে বাংলাদেশে
বেকারত্ব বৃদ্ধির বর্তমান হার ৩.৭
শতাংশ, যেখানে প্রতিবছর ২৭
লাখ মানুষ কর্মবাজারে প্রবেশ
করলেও চাকরি পাচ্ছেন মাত্র ১
লাখ ৮৯ হাজার। শতকরা হিসেবে
মাত্র ৭ শতাংশের এই ধারা
বজায় থাকলে চলতি বছরেই
দেশে মোট বেকারের সংখ্যা
দাঁড়াবে প্রায় ছয় কোটিতে।
.
দেশে বেকারত্বের হার
সবচেয়ে বেশি শিক্ষিত যুব
সমাজের মধ্যে। শিক্ষাব্যবস্থায়
তথ্যপ্রযুক্তির কম ব্যবহার আর
কর্মসংস্থানের ক্ষেত্রে সমান
সুযোগের অভাব, এ অবস্থার জন্য
দায়ী, বলছেন
চাকরিপ্রার্থীরা।
.
তাদের কয়েকজন বলেন, 'যে
তুলনায় পাশ করে বের হই, সে
তুলনায় আমাদের কর্মসংস্থান
হচ্ছে না। চাকরি থেকে অবসরের
বয়স বাড়ানো হয়েছে কিন্তু
চাকরিতে প্রবেশের বয়সসীমা
বাড়ানো হয়নি। মেধাবীদের
জন্য চাকরির প্রথম বাধাটি হলো
৫৬ শতাংশ কোটা, এটাকে
সংস্কার করা জরুরি।'
.
যেকোন দেশের বেকার সমস্যা
একেবারেই দূর করা সম্ভব নয় বলে
মনে করছেন বিশ্লেষকরা।
.
এক্ষেত্রে বেসরকারি
বিনিয়োগ আর কর্মসংস্থানের
নতুন খাত সৃষ্টির সঙ্গে বেকার
জনশক্তির কারিগরি দক্ষতা
বৃদ্ধির পরামর্শ তাদের।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের
চেয়ারম্যান কাজী
খলিকুজ্জামান বলেন, 'কিছু মানুষ
তো সবসময় বেকার থাকবে,
এটাকে শূন্যের কোটায়
নামানো সম্ভব নয়। শিক্ষিত
বেকার যারা আছে, তাদেরকে
যদি কাজে লাগানো না যায়,
তবে তারা বিপথগামী হওয়ার
সম্ভাবনা আছে। একটা পথ হলো,
তাদের প্রশিক্ষণ দিয়ে
বিদেশে পাঠানো।'
.
উন্নয়ন অন্বেষণ এর চেয়ারম্যান ড.
রাশেদ আল মাহমুদ তিতুমীর
বলেন, 'বেসরকারি খাতের
বিনিয়োগ স্থবিরতার মধ্যে
আছে, বিনিয়োগ যদি বাড়ানো
না যায়, তবে অর্থনীতিতে গতি
সঞ্চার হবে না।'
.
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
তথ্যমতে শুধুমাত্র ২০১৪ সালেই
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো
থেকে স্নাতক, স্নাতকোত্তরসহ
উচ্চতর ডিগ্রি লাভ করেছেন
প্রায় সাড়ে চার লাখ
শিক্ষার্থী।
বিষয়: বিবিধ
৯৫৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চাই
মন্তব্য করতে লগইন করুন