সিগারেট কি থেকে তৈরি : জানুন আতকে উঠবেন ।
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ০১ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৩৫:৫৯ রাত
ক্লাস ও শিক্ষকদের চোখ
ফাঁকি দিয়ে বাবার পকেট
কেটে শুরু করেছিলেন বন্ধুদের
নিয়ে সুখ টান দেওয়া।
ধূমপানের জন্য পকেট
করে ফেলেছেন সদরঘাট৷
সরকার সিগারেটের দাম
বাড়ালে ইচ্ছামত
গালিগালাজ করেছেন।
এমনকি বাবা, মা,
প্রেমিকার নিষেদ সত্বেও
ছাড়তে পারেননি সেই প্রথম
টান প্রথম
ভালবাসা সিগারেটকে।
সিগারেটের
পিছনে মাসে কারো কারো
হাজার অর্থব্যয় হয়৷ জানেন
কি এই সিগারেট
কি থেকে তৈরি হয়? হ্যাঁ,
অবশ্যই তামাক পাতা সুন্দর
করে কেটে পরিশোধন করার
পর তার সঙ্গে আনুষঙ্গিক
কয়েকটি উপাদান
মিশিয়ে কাগজে মোড়ানো
ভেতর পুড়ে সিগারেট
তৈরি করা হয়৷
তবে সম্প্রতি একটি গবেষণা থ
ভিতরের উপাদান গুলির
মধ্যে মূল উপাদান
হিসাবে থাকে ইঁদুরের
বিষ্ঠা৷ অবাক হওয়ার কিছুই
নেই৷ কারণ সম্প্রতি অপর
একটি গবেষণায়
জানানো হয়েছে,
পৃথিবী বিখ্যাত
আইভরি কফি তৈরি নাকি তৈর
হাতির বিষ্ঠা থেকে৷
যাই হোক এসব তাও
মেনে নেওয়া যায়৷ কিন্তু
পরবর্তী যে তথ্যটি একেবারেই
ঘৃন্যকর, সেটি হল
সিগারেটের
ফিল্টারে ব্যবহার করা হয়
শূকরের রক্ত৷
নেদারল্যান্ডসের এক
গবেষণাকে উদ্ধৃত
করে তিনি বলেন, ওই
গবেষণায় দেখা গিয়েছে-
১৮৫টি সিগারেট
উৎপাদনকারী কারখানায়
ব্যবহার করা হয় শূকরের রক্ত।
কারণ সিগারেটের
ফিল্টারে রক্তের গুরুত্বপূর্ণ
উপাদান হিমোগ্লোবিন
ব্যবহার করা হয়৷ সিমন
চ্যাপম্যান আরো বলেছেন,
সিগারেট
উৎপাদনকারী কোম্পানিগুল
ব্যবহার করছে তা গোপন
রাখায় এই বক্তব্যের
বিষয়টি নিয়ে বেশি জটিলত
তারা বলেন, এটা তাদের
ব্যবসা এবং তারা ব্যবসার
গোপন তথ্য ফাঁস করবেন না৷
তিনি বলেছেন,
নেদারল্যান্ডসের ওই
গবেষণায় আরও বলা হয়েছে-
শূকরের রক্ত
থেকে হিমোগ্লোবিন
নিয়ে তা সিগারেটের
ফিল্টারে ব্যবহার করা হয়৷
গ্রিসের একটি সিগারেট
উৎপাদনকারী প্রতিষ্ঠান
শূকরের হিমোগ্লোবিন
ব্যবহারের
বিষয়টি স্বীকারও করেছে।
তারও আগে জানা গিয়েছিল,
সস্তা সিগারেটের
মধ্যে অ্যাসবেস্টস এবং মৃত
মাছিও থাকে৷
পৃথিবীতে এমন অনেক সম্প্রদায়
আছে যারা প্রাণিভক্ষণ
ধর্মের
বিরোধী বলে মনে করেন৷
গোড়া ধর্মাবলম্বীরা এই খবর
থেকে ধর্মচ্যূত হওয়ার
সম্ভাবনাকে তুলে ধরেছেন৷
তাই এই বিষয়টি নিয়ে সমগ্র
বিশ্বে তৈরি হয়েছে সংকট৷
বিষয়: বিবিধ
১১২৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন