ধং স হোক আরবের মোগল সম্রাজ?

লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ২৭ জুলাই, ২০১৪, ১১:০৩:১৩ রাত

আগামীকাল আরব

বিশ্বে হয়তো পালিত

হবে পবিত্র ঈদুল ফিতর।

ধনাঢ্য আরব মুগলরা যখন ঈদের

নামাজ আদায়

করতে দাঁড়াবে,ঠিক তখন হয়ত

গাজাবাসী আরেকটি লাশের

জানাজা পড়তে দাঁড়াবে।

আরব মুগলরা যখন ঈদের খুশিতে মশগুল

হয়ে পড়বে,তখন গাজাবাসী হয়ত

কান্নায় মুশড়িয়ে পড়বে।

খোরমা-পোলাও এর গন্ধে যখন

আরব

নেতারা মাতওয়ারা হয়ে পড়বে,লাশের

গন্ধে গাজা তখন

দিশেহারা হয়ে পড়বে।

আগামীকাল গাজাবাসীর

নামাজ

দেখে বুঝা যাবে না,এটা কি ঈদের

জামাত নাকি জানাজার

জামাত!

হে আল্লাহ,

# saveGAJA # saveMUSLIMS &

# ruinISRAIL .

বিষয়: বিবিধ

১৩৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File