রোযার মযাদা ও উপকারিতা
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ০৬ জুলাই, ২০১৪, ০৯:৩৭:১২ সকাল
রোযার মর্যাদা ও উপকারিতা:
১) জাহান্নাম
থেকে রক্ষা পাওয়ার ঢাল
২) জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম
উপায়
এবং রাইয়ান নামক বিশেষ
দরজা দিয়ে জান্নাতে প্রবেশের
সুযোগ
৩) গুনাহ মোচনের অন্যতম মাধ্যম
৪) রোযা কিয়ামতের দিন মুমিন
ব্যক্তির জন্য শুপারিশকারী হবে।
৫) রোযার পুরষ্কার আল্লাহ নিজ
হাতে প্রদান করবেন।
৬) রোযার মাধ্যমে আচার-আচরণ ও
চরিত্র সুন্দর হয়
৭) রোযা মানুষকে আখেরাত
মুখী করে
৮) সামাজিক সহমর্মিতা ও
ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে
৯) এটি আল্লাহ ও বান্দার
মাঝে নিতান্ত গোপন ইবাদত।
তাই এর মাধ্যমে আল্লাহ ও
বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়।
১০) আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব
ট্রেনিং
আল্লাহ তায়ালা সমগ্র মুসলিম
উম্মাহকে শান্তি ও নিরাপত্তার
সাথে সিয়াম পালনের তাওফীক
দান করুন। আমীন।
বিষয়: বিবিধ
১০৮০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন