ব্লগে আমি নতুন । তাই সবার সাথে পরিচিত হতে চাই
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ০৪ জুলাই, ২০১৪, ০৯:২৩:৩২ সকাল
নামঃ মোঃওবায়দুল্লাহ সোহেল।
জন্মঃ ০১/০১/১৯৮৭_ _ইং সোমবার।
ভাই বোনঃ তিন ভাই দুই বোন।
সবার ভিতর আমি বড়!তারপর ছোট
ভাই এবং বোন।
লেখাপড়াঃ ফেনী তার পর
নাংগলকোট
লিঙ্গঃ পুরুষ।
চোখঃ কালো।
চুলঃ কালো।
ব্রেইনঃ মোটামুটি ভালো।
এনার্জিঃ মনে হয় একটু বেশিই।
শরীরঃ মিডিয়াম।
হাইটঃ ৫ ফিট ৫.৭ ইঞ্চি।
ওয়েইটঃ ৬০ কিঃগাঃ(০৮-০৪-২০১৩)
পরক্তের গ্রুপঃ এবি পজেটিভ।
পেশাঃমেডিসিন ব্যাবসা।
ভালো অভ্যাসঃ সবাইকে উপকার
করার চেষ্টা করি।
খারাপ অভ্যাসঃ সবাইকেই বিশ্বাস
করি।
প্রিয় রং: সাদা_কালো।
প্রিয় খেলাঃ ব্যাডমিন্টন।
সখঃ ঘুরে বেড়ানো।
এখন: c t g আছি। ________________
আমার ব্রাশঃ ওরাল-বি।
টুথপেস্টঃ ক্লোজাপ।
ফেজওয়াশঃ গার্নিয়ার ম্যান।
সেলফোনঃ Nokia & micromax symphony
সিম কার্ডঃ গ্রামীনফোন &
রবি এয়ারটেল।
হেয়ার জেলঃ ব্যবহার করি না।
পারফিউম: কোবরা॥
_______________
আমার সম্পর্কে
আপনার কিছু প্রশ্ন, এবং উত্তরঃ
তুমি কী একা ??
# জি।
তুমি কী মুসলিম ??
# 100% মুসলিম।
কাউকে পছন্দ করো ??
# করি না।
কি ভালো লাগে না??
#মশারি টানাতে ভালো লাগে না।
প্রতিবার মশারি টানাতে জ্বান
বের হয়ে যায়।
তোমার জন্মস্থান ??
# নাংগলকোট
কুমিল্লা বাংলাদেশ।
তুমি বামহাতি না ডানহাতি ??
# আমি ডানহাতি।
চুপচাপ থাকতে পছনদ্ কর ??
# হ্যা একদম !!
__________________________
আমার কিছু কথাঃ
# আমিএমনিতেই যথেষ্ট
ভালো হয়ে চলার চেষ্টা করি।
# আমি সাধারন মানুষ।অনেক কিছুই
আমার
ভিতরে নেই।এজন্য আমার
কোনো আফসোস ও নেই।যেমন
আছি তেমনই ভালো।
# আমি নিজেকে কখনোই অন্য
আরেকজনের
থেকে বড় মনে করিনা।
# আমি নিজেকে সবার
কাছে তুলে ধরতে চেষ্টা করি।কিন্তু
কেউ কেউ বুজতে পারে,আবার কেউ
কেউ বুঝতে পারে না।
# কেউ আমার কারনে কষ্ট পাক,
সেটা আমি চাইনা।
# আজহোক বা কাল, আমার
কোনো কথা আপনার
খারাপ লাগতেই পারে।তারপরেও
যদি আমার সাথে কথা বলতে চান
তো আপত্তি নেই।
#আমি আধুনিকতা থেকে যতদুর সম্ভব
দুরে থাকার চেষ্টা করি।
#আমি আমার ২,৪ জন ঘনিষ্ট বন্ধু
ছাড়া আর
কারো সাথে মিশিনা।কারন
তারা কেউই আমার মতো না।
# যেআমার সাথে ভালো ব্যাবহার
করে,আমিও তার
সাথে ভালো ব্যাবহার করি।
#আপনি যদি আমাকে একটা চিমটি দেন,তবে আমিও
আপনাকে একটি চিমটি দিতে বাধ্য
থাকিবো।
#যারমনে হিংসা আছে তাকে আমি একদম
দেখতে পারিনা।
#আমি এমন একজনকে পেয়েছি যার
মায়াবী চোখের
দিকে তাকালে আমি সব দুঃখ কষ্ট
ভুলে যাই।
# আমারঘুরে বেড়াতে খুব
ভালো লাগে।
# জীবনটাখুবই কঠিন।
সহজভাবে নেয়ার
চেষ্টা চালিয়ে যাচ্ছি।
#আমি সবার থেকে একটু আলাদা।
# আমি ঠিক কী ধরনের মানুষ
তা আমার বাবা-মা তো দুরের
কথা আমি নিজেই জানিনা।
#আমি মিষ্টি পাগল।দই
এবং মিষ্টি খেতে ভালো বাসি।
# রংচা খাওয়ার অভ্যাস আছে।
# ফাস্টফুড পছন্দ করি না।
#আমি ভাতের সাথে অনেক
বেশী লবন খাই।
# হাঁসলেমুখ বন্ধো করে হাঁসি।
কষ্টো পেলেও
কাউকে বুঝতে দেইনা।
#আমি যত বড়ই হইনা কেনো,
সবার সাথে বন্ধুর
মতো মিশতে চেষ্টা করি।
# সবাইকেআমার ভালো লাগে,
কিন্তু আপনাকে লাগে নাহ !!
এতকিছুর পরেও
যদি আমার সাথে বন্ধুত্ত
করতে চান,তাহলে স্বাগতম !!!
ও আর একটা কথা ছোট
বেলা থেকে খুব সহজ সরল আর
চুপচাপ আনমনা স্বভাবের
কি করে হোলাম তা জানিনা।
একলা মনে অবিরাম ঘুড়ি উড়াই।
নিজেকে সাজাই।কল্পনায় হারাই।
কখনো স্বপ্ন আকিঁ,কখনো স্বপ্ন কুড়াই।
এই তো এমনি করে জীবন
ত্বরী বয়ে চলছে।
মাঝে মাঝে নিজেকে অর্থহীন
মনে হয়,আবার
মাঝে মাঝে নিজেকে লাগে অচেনা অন্য
কোথাও! ঘুমান্ত স্বপ্ন
গুলোকে বাচিয়ে রাখি আগামী কালের
আশায়। আমি প্রতিক্ষায়
থাকি আগামীকালের,কিন্তু
আগামীকাল আসে না।
আমি ভবঘুড়ে পাল তুলে এভাবেই
ত্বরি বেয়ে যাই॥
বিষয়: বিবিধ
১৪৮৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরে ভাই, এতদিনে তো দেশ স্বাধীন হয়ে যায় - একটা মানুষের জন্ম হয়ে যায়।
তাছাড়া পরিচিত হওয়ার জন্য যে বায়োডাটা আপনি দিয়েছেন - এমন বায়োডাটা কেউ লিখতে পারে সেই ধারনাটাই আমার ছিল না।
প্রায় ১০ মাস হয়েছে এখানে এসেছেন , কিন্তু আপনি অন্যের পোস্টে মন্তব্য করেছেন মাত্র ৭ টি । আপনার পোস্টে মন্তব্য আসলেও তার প্রতি মন্তব্য করেন নি এখনও।
আপনি পোস্ট করলে যেমন মন্তব্য আশা করেন , তেমনি মন্তব্যকারীও আপনার রিয়েকশন আশা করে ।
আশা করি তেমনটি এখন থেকে আর হবে না ।
ব্লগার হিসেবে আপনার নাম ওবায়েদ উল্লাহ সোহেল আর বায়োডাটায় নাম মোঃওবায়দুল্লাহ সোহেল। । নাম দুটো তো ভিন্ন মনে হয় । কোনটা সঠিক ?
ভেরিফাই করবে কে ?
# সবাইকেআমার ভালো লাগে,
কিন্তু আপনাকে লাগে নাহ,
#আমি ভাতের সাথে অনেক
বেশী লবন খাই?
# জীবনটাখুবই কঠিন।
সহজভাবে নেয়ার
চেষ্টা চালিয়ে যাচ্ছি।
নতুন বলার কারণে মনটা কুব্ধ মিথ্যাচার করতে গেলেন কেন??
সেভ করে রাখলাম। কোন আত্মিয়ার জন্য প্রয়োজন হলে ব্যবহার করব।
ব্যাপক জ্ঞানমূলক ও বিনোদন মূলক পোষ্ট। অনেক কিছু জানলাম।
মন্তব্য করতে লগইন করুন