তৌহিদীবাদ
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ০২ জুলাই, ২০১৪, ১০:৫৪:৪৩ রাত
কে প্রশ্ন করে আমরা কlোথায়
যাবো ?
আমরা তো বলেছি আমাদের
যাত্রা অনন্ত কালের।
উদয় ও অস্তের ক্লান্তি আমাদের
কোনদিনই বিহবল
করতে পারেনি।
আমাদের দেহ ক্ষত-বিক্ষত,
আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল
মূতার প্রান্তর।
পৃথিবীতে যত গোলাপ ফুল
ফোটে তার লাল বর্ণ আমাদের
রক্ত,
তার সুগন্ধ আমাদের
নিঃশ্বাসবায়ু।
আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ
আল কুরআন,
এই পবিত্র গ্রন্থ কোনদিন, কোন
অবস্থায়, কোন
তৌহীদবাদীকে থামতে দেয়নি।
আমরা কি করে থামি ?
ctf
বিষয়: বিবিধ
৮৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন