আশুরা: শান্তির ইসলামী নিদর্শন।

লিখেছেন লিখেছেন রায়হান রহমান ০৫ নভেম্বর, ২০১৪, ১১:৩৮:৩৪ সকাল

আজকের দিনটা মুসলমানদের জন্য শোকের। বেদনাময়। নবী মুহাম্মদের দৌহিত্র হাসান আর হোসেনকে হত্যা করা হয়েছে এদিন। কারা করেছে এই হত্যাকাণ্ড? হত্যাকারী কি ইহুদি বা খ্রিষ্টান ছিল কিংবা পৌত্তলিকরা? না। তারা কেউ অমুসলিম ছিল না। তারা ছিল মুসলমান। নবীরই আত্মীয়। হত্যাকারীরা কি সাহাবি ছিল না? হ্যা, তারাও সাহাবি ছিল। মুহাম্মদের মৃত্যুর পর যে ইসলামে একের পর এক প্রাসাদ ষড়যন্ত্র আর ক্যু ঘটতে থাকে ক্ষমতা দখল নিয়ে, তারই পরিণতি কিন্তু এই কারবালার ঘটনা। এমনকি চার জন খলিফার মধ্যে তিনজন খলিফাকেই জনতার রোষানলে পড়ে প্রাণ দিতে হয়েছে। আমাদের ইসলামী রাজনৈতিক দলেরা প্রায়ই দাবি করে, তারা নাকি খেলাফতের যুগে ফিরে যেতে চান!! হায়রে কপাল, খেলাফতের যুগে গোটা ইসলামি রাজ্যে যে কল্লাকাটাকাটি হয়েছিল, গৃহযুদ্ধের মুখে পড়েছিল মুসলমানেরা, সেটা কীভাবে অস্বীকার করে এই ধর্মান্ধের দল।

বিষয়: বিবিধ

১০৭৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281433
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১৪
ইয়াফি লিখেছেন : ইসলামবিদ্ধেষী নাস্তিকরা কেন আওয়ামীলীগকে সমর্থন করে?
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৫
225021

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> রায়হান রহমান লিখেছেন : কারন ইসলাম ধর্মে সারবস্তু নেই।
281438
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৫
ইয়াফি লিখেছেন : আওয়ামীলীগ তো নিজেদের আস্তিকের দল দাবী করে। ইসলামী লেবাস পরিধান করে নিজেদের ইসলামের খাঁটি অনুসারী বলে। এরপরও নাস্তিকদের ভরসা আওয়ামীলীগ কেন?
281443
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ০১:০৫
কাহাফ লিখেছেন :

জারজ সন্তানের সঠিক নাম-ধাম থাকে না!ওরা নিজেরাই কোন একটা নির্ধারণ করে নেয়!
নামের অর্থ বুঝুক আর না বুঝুক!
'রায়হান রহমান' শব্দদ্বয়ও কি অনুরুপ চয়িত???
281561
০৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:১৫
মনসুর আহামেদ লিখেছেন : রায়হান রহমান ,মহি১১মাসুম,রায়হান রহমান,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির

পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক
283745
১৩ নভেম্বর ২০১৪ রাত ০২:০৪
তিমির মুস্তাফা লিখেছেন : অনেক নোংরা মনের ছেলে পিলেরাও ভীড় করেছে ব্লগের স্বাধীন বাতায়নে। অবাক হওয়ার কিছু নেই, সহ্য করা ছাড়া! ঐ ছেলেপুলেদের বাবা (যদি তাদের লিগ্যাল বাবা থাকে আর কি!) যদি তাদের আদব কায়দা না শিখিয়ে থাকে, আমার কি করার আছে! স্বাধীনতা অর্থ কাউকে গালি দেয়ার স্বাধীনতা নয়। আপনার চরম ‘ঘৃণা ভর্তি’ লেখা দেখে একটু ঘুরে গেলাম আপনার ব্লগে। সময় নষ্ট । এসব সাইপাশ লিখে আপনি কি কারো উপকার করতে পারবেন? আপনার নিজের ক্ষতি ছাড়া। ঘৃণা ছড়ানো কোন জ্ঞানের কথা নয়!
আপনার বিদ্যার দৌড় কতটুকু তা আমার জানা নেই! যারা ১.৩ বিলিয়ন মানুষের আদর্শ মুহাম্মদ (সঃ) এর বিরুদ্ধে কটূক্তি করে বা তাঁর সম্বন্ধে নোংরা কথা ছড়ায় তাদের আমি বলি, মাইকেল হার্ট এর লেখা দ্য হান্ড্রেড বইটি পড়ার জন্য।
গুগল থেকে সার্চ দিলেও এর পি ডি এফ পাওয়া যাবে। একজন খৃষ্টান মাইকেল হার্ট কেন মুহাম্মদ ( সাঃ) কে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষদের সেরা হিসেবে স্বীকৃতি দিল তা আপনার ও জানা উচিত। হয়তো ঐ টুকু জ্ঞানলাভ করলে- তার বিরুদ্ধে আপনি কোন কিছু লেখার আগে দুবার ভাববেন!
কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেয়া ঠিক নয়,আপনার বাবা মা বা অভিভাবক থাকলে তাঁদের জিজ্ঞেস করে দেখুন! কোটী কোটী মানুষ যাকে শ্রদ্ধা করে তার নামে অশ্রদ্ধা প্রকাশ করে আপনি আপনাকেই খাটো করছেন- আপনি অন্যদেরকে আপনার জাত চিনিয়ে দিচ্ছেন । আপনার ঘৃণা প্রকাশের ধরন দেখে মনে হয়, কী- বোর্ড নয়, হাতে অ্যাটম বোমা থাকলে গোটা পৃথিবীর মুসলিমদের এক হাত দেখে নিতেন!
এটা মানসিক সুস্থতার লক্ষণ নয়! বুঝতে পারছেন কি বলছি! আপনাকে আপনার ‘কর্মের জন্য ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখিত!
১৩ নভেম্বর ২০১৪ রাত ০৪:৫২
226898

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> রায়হান রহমান লিখেছেন : ১। ঐ ছেলেপুলেদের বাবা (যদি তাদের লিগ্যাল বাবা থাকে আর কি!) যদি তাদের আদব কায়দা না শিখিয়ে থাকে, আমার কি করার আছে!

আসলেই আপনার করার তেমন কিছু নেই। বাইজান্টাইন থেকে চালান হয়ে আসা মুস্লিমদের উম্মেমুমিনূন মারিয়ার গর্ভের সন্তান নিয়েই যখন মানুষের সন্দেহ, সেখানে আজকের যুগের সন্তানদের বাবা ইস্যু অতি মামুলি। তাছাড়া ইসলামের নবী মোহাম্মদ এবং তার লোকজন যে হারে মুতা, হিল্লা এবং গনিমত দাসীদের সাথে মৌজ ফূর্ত্তি যৌনতা করেছে তাতে আজকাল মুসলিম ছেলেপেলের বাবার পরিচয় খুজে পাওয়া দুস্কর।

২। "যারা ১.৩ বিলিয়ন মানুষের আদর্শ মুহাম্মদ (সঃ) এর বিরুদ্ধে কটূক্তি করে বা তাঁর সম্বন্ধে নোংরা কথা ছড়ায়"

ভালই! সংখ্যার দোহাই? অথচ মোহাম্মদের আমদানী করা কোরাণের পাতায় পাতায়, পরতে পরতে পৃথিবীর অবশিষ্ট মানুষকে অভিশপ্ত, লাঞ্চিত, তুছ্ছ তাছ্ছিল্য এবং এমন কি কতল করার হুকুম দিয়েছে তার ফয়সালা কে করবে?।

৩। "কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেয়া ঠিক নয়"

ভুতের মুখে রামরাম!! ইহুদী, খ্রীষ্টান, পৌত্তলিন, প্যাগান ধর্ম নিয়ে ইসলাম কি বলে? কাবাঘরের ৩৬০টি মূর্ত্তি কে ভেংগেছে??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File