ব্লগমঞ্চে ইসলামী রাজনীতি।
লিখেছেন লিখেছেন রায়হান রহমান ১৯ নভেম্বর, ২০১৩, ০৯:৪০:০১ সকাল
টুডেব্লগে লেখার ইছ্ছা ছিল না। কিন্তু ইসলামিষ্ট ব্লগারদের অন্যায় আবদারের কাছে চুপ থাকা যায় না, তাই লেখা। বিঃদ্র ; আমি কোন বিশেষ ধর্মের পক্ষে/বিপক্ষে নই।
ব্লগমঞ্চে রাজনীতি চলতেই পারে। বিডিটুডের মত একটি আন্তর্জাতিক ব্লগে আওয়ামী লীগ, বিএনপি, জাপা, বাম, জামাত, ইসলামিষ্ট সব ধরনের ব্লগর থাকবে এটাই স্বাভাবিক। রাজনীতিতে পরস্পরের আলোচনা, সমালোচনা, নীতি, আদর্শ, দর্শন নিয়ে তির্যক বিতর্ক চলবেই। এতে কারো মনক্ষুন্য হওয়ার কারন নেই। কিন্তু আশ্চর্য জনক ভাবে ব্লগের ইসলামিষ্টরা ইসলামনিয়ে বলগাহীন রাজনীতি করবেন বটে কিন্তু তাদের রাজনৈতিক নীতি, আদর্শ, দর্শনের বিরুদ্ধে কিছু বলা যাবেনা, এটা হতে পারে না। উন্মুক্ত ব্লগে এটা গ্রহনযোগ্য নয়। তাই বলছি- ব্লগে যারা ইসলাম নিয়ে রাজনীতি করতে চান তো করুন, একই সাথে ইসলামের আল্লাহ, খোদা, নবী, রসুল এর বিরুদ্ধে সমালচলা হজম করতে শিখুন।
সমাজের প্রতি স্তরে ইসলাম কায়েমের রাজনীতি করবেন অথচ সমাজের প্রতিস্তর থেকে উঠে আসা ইসলামের বিরুদ্ধে সমালোচনা সহ্য করবেন্না?
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন