হুশিয়ার বাঙালি- আফগান ফেরত জঙ্গিরা মাঠে নেমেছে।
লিখেছেন লিখেছেন শেষ বিকেলের ২৮ নভেম্বর, ২০১৩, ১০:০৭:২১ রাত
কিছুক্ষন আগে- এনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের তৃতীয় দিনে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর শাহবাগে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে সাংবাদিক, আইনজীবী, পুলিশ ও নারী-শিশুসহ অন্তত ১৯ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা অশঙ্কাজনক বলে চিকিত্সকরা জানিয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রী,
দেশের মানুষের নিরাপত্তা দেবার দায়িত্ব আপনার সরকারের। আপনি ক্ষমতায় থাকার পরও কতিপয় দেশবিরোধী সন্ত্রাসীদের হাতে আপামর জনসাধারণ জিম্মি হয়ে থাকবে, তাদের দ্বারা দেশের জান-মাল ধ্বংস হবে- এটা মেনে নেয়া কষ্টকর। যারা সি.এন.জি, বাস, ট্রাক, ট্রেনে আগুন দিচ্ছে, ভাংচুর চালাচ্ছে তারা কোনক্রমেই এ দেশের হিতাকাঙ্খী হতে পারেনা।
যারা রেল লাইনের ফিস প্লেট, বেইলী ব্রীজের ইস্পাতের শীট খুলে ফেলে নাশকতা চালায়- একবার ভাবেও না তাতে কত লোকের প্রাণহানি হতে পারে কিংবা কত কোটি টাকার ক্ষতি হতে পারে তারা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। তারা স্রেফ তালেবান সন্ত্রাসী, এরা সভ্যতার চাকা সাত শতকের অন্ধকার যুগে নিয়ে যেতে চায়। এই তালেবানী জঙ্গি তৎপরতা এখনই রুখে দিতে হবে।
বিষয়: বিবিধ
১০২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন