মিডিয়া, সুশীল সমাজ এবং বিচার বিভাগের প্রতি অনুরোধঃ ================================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২৮ নভেম্বর, ২০১৩, ১০:১০:০৬ রাত

১) প্রতিটা যাত্রীবাহী বাস পুড়ানো এবং মানুষের অগ্নিদগ্ধ হবার সুষ্ঠ এবং নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত চাই।

২) বাকশালের চেতনা ব্যবসা ছেড়ে সবগুলি মিডিয়ার উচিৎ এই জাতীয় ঘটনার স্পেসিফিক ইনভেস্টিগেটিং রিপোর্ট করা। ঢালাও দোষ দিলে আপনাদেরও ঢালাও বর্জন হবে।

৩) পেশাজীবি ফোরামের পক্ষে একটা তদন্ত কমিটি করুন।

৪) আন্দোলনের মুভমেন্ট ঘুড়িয়ে দেবার কঠিন ষড়যন্ত্র হচ্ছে, সবাই চোখ কান খেয়াল রাখুন।

৫) ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিট কি মানুষ মারার যন্ত্র হল কিনা সেটাও সবাইওকে সচেতনভাবে দেখার অনূরোধ রইল।

যারা এটা করছেন, তাদের বলতে চাই,

আগুন নিয়ে খেলবেন না প্লিজ, কারন এই আগুনে অনেক কিছুই জ্বলে যেতে পারে।

জনতার মহা প্লাবন চলছে, কোন ভাবেই এটার গতিপথ পরিবর্তন করা যাবেনা।

বিষয়: বিবিধ

১০১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File