স্রোষ্টার পরিকল্পনা বনাম মানুষের প্রযুক্তি।
লিখেছেন লিখেছেন শেষ বিকেলের ১০ নভেম্বর, ২০১৩, ০৮:১৫:৫২ সকাল
ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতি, মানুষ নিরাপদ অঞ্চলে চলে যাছ্ছে।
গতকাল স্থলভাগে আঘাত হানা বিশ্বের স্মরণকালের সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে ফিলিপাইনের ট্যাকলোবান শহরে অন্ততপক্ষে ১৫০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টায় ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৩৮৯ কিলোমিটার বেগে ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চলে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের সঙ্গে ৪৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসও উপকূলে আঘাত হানে, পাশাপাশি ৪শ' মিলিমিটার বৃষ্টিপাত হয়। চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে ; আবহাওয়া বিভাগের পূর্ব সতর্কিকরন বিজ্ঞপ্তি এবং কতৃপক্ষের Emergency Evacuation এর ফলে উপকুল অঞ্চলের দশ লক্ষ মানুষ নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন। যদিও আল কুরআন গ্রন্থে আল্লাহ বলেছেন :
২৯/৪০ ; "আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি। তাদের কারও প্রতি প্রেরণ করেছি প্রস্তরসহ প্রচন্ড বাতাস, কাউকে পেয়েছে বজ্রপাত, কাউকে আমি বিলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমজ্জত। আল্লাহ তাদের প্রতি যুলুম করার ছিলেন না; কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি যুলুম করেছে"।
২/১৫৫ ; "এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের"।
মানুষের বিজ্ঞান-প্রযুক্তির কাছে স্রোষ্টার মানুষ খুন করার পরিকল্পনা যে কতটা দুর্বল তা ভেবে দেখার সময় এখনই।
বিষয়: বিবিধ
১২২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন