বোমাতংক: আল্লাহ বাঁচালে আমাকে

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১০ নভেম্বর, ২০১৩, ০৯:১৬:৪৮ সকাল

গতকাল ঢাকায় এলাম! তদন্ত নয় দন্ত ঠিক করতে!

দাঁতের ডাক্তার ওষুধ লিখে দিলেন, আগামীকাল দাঁত ফেলতে আবার আসতে হবে। তখন সন্ধ্যা হয় হয়- বাসায় ফিরছিলাম, আব্দুল্লাহপুর মোড়ে মানুষ গিজগিজ করছে। হঠাৎদেখি লোকজন ছুটোছুটি শুরু করেছে, ফুটপাথের দোকানীরা মালামাল সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে, রিক্সা-টমটম-সিএনজি নিরাপদের উদ্দেশ্যে ছুটছে, একটা নুলো ফকির খুড়িয়ে খুড়িয়ে চলছিল আমি তাকে জিজ্ঞেস করলাম- কি ভাই, সবাই দৌড়াচ্ছে কেন? সে ভয়ার্ত চোখে ইঙ্গিত করলো, ওই যে দেখেন বোম মারছে, এখনই ফুটবো, তাড়াতাড়ি পলান! পালাতে পালাতে আমি দেখলাম ৪/৫ হাত দূরে জাম্বুরা-সাইজের একটি ককটেল লাল-চোখে শাসিয়ে যাচ্ছে, 'কি দেখস? ভাগ, এখন তো হরতাল-হররতাল, সামনে গৃহযুদ্ধ আসতাছে, ট্রেনিং ল গিয়া!' আমিও পাল্টা ঝারি দিলাম, তুই এখানে ফাটিস না! জায়গা মতো পড়লে ফাটিস!

প্রায় যুদ্ধ করেই একটা অটোরিক্সায় উঠতে পারলাম। বাসায় ফিরে দেখলাম টিভিতে ফুটেজ-নিউজে দেখাচ্ছে, দুস্কৃতকারীরা ককটেল মেরেছে জসিমউদ্দিন রোড এবং আব্দুল্লাপুরে; কোন হতাহতের খবর পাওয়া যায় নি, লোকজনের মাঝে আত‍ংক বিরাজ করছে।

আল্লাহ বাঁচালে আমাকে!

বিষয়: বিবিধ

৯৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File