প্রাইমারি শিক্ষক হতে বিবেক আর সততার বিসর্জন!!!! নারীদের জীবন মরন:

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ১০ নভেম্বর, ২০১৩, ০৯:২৬:২১ সকাল

মহা সমারোহে দেশব্যাপী গতো শুত্রবার অনুষ্ঠিত হলো প্রাথমিক সহকারি শিক্ষক নিযে়াগ পরীক্ষা। আমি এই অধম অগনিত মহা সমারোহধারীদের সামান্য একজন ছিলাম ঐদিন। চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজ হলের একটি রুমে ৪৫ জন নারীর মধ্যে আমরা পুরুষ মাত্র তিন জন পরীক্ষার্থী।

গার্ডে থাকা তিন জন শিক্ষকের দু জনকেই দেখলাম উত্তর পত্র সরবরাহ করছে নারী পরীক্ষার্থীদের মাঝে। টাকার বিনিমযে় বিভিন্ন উপাযে় উত্তরপত্র সরবরাহ করচেছন হল গার্ডে দাযি়ত্বরত এসব শিক্ষক। আবার যাদেরকে সরবরাহ করেন সেই নারী গুলোই একদিন শিক্ষক হবে। তবে দু একটা ক্ষেত্রে ব্যতিক্রম হলো কিছু শিক্ষক আবার রাজনৈতিক চাপে পডে় এ অনৈতিক কাজ করতে বাধ্য হন। অন্যথায় চাকুরী খোয়ানোসহ নানান ঝামেলা পোহাতে হয়।

প্রাইমারি স্কুলের চাকরী যেন সোনার হরিন। এটা ছাড়া নারী জীবন অর্থহীন। প্রাইমারির শিক্ষক না হতে পারলে মান সম্মান ইজ্জত সবই যাবে এমন অবস্থা। প্রাইমারী স্কুলের চাকরির জন্য তাদের অবস্থা দেখলে লজ্জায় মাথা হেট হযে় আসে। লক্ষ লক্ষ টাকা চুক্তিতে শিক্ষক/রাজনৈতিক নেতা নিযে়াগ করে পরীক্ষায় পাশের জন্য কিংবা চূডান্ত নিযে়াগ পেতে। প্রাইমারী স্কুলের চাকরীকে দেবী তূল্য ভাবে এসব নারী হবু শিক্ষকরা।

যে বিষয়টা সবচেযে় বেশি খারাপ লাগলো তা হলো বোরকা কিংবা হিজাবের আড়ালে হেডফোন/এয়ারফোন ব্যবহার করে বাইরে থেকে উত্তর কালেকশান করে পরীক্ষা দেয়া। হল গার্ডদের মাধ্যমে উত্তরপত্র সংগ্রহ করাসহ আরো কতো রকম অবৈধ উপায় অবলম্বন করে। আবার এক জনের পরীক্ষা আরেকজন দিচ্ছে হর হামেশায়।

পরিপূর্ন অবৈধ উপাযে় নিযে়াগ পাওয়া মেট্রিক পাশ (বেশির ভাগ) এসব শিক্ষককূল থেকে কি শিখবে আগামী প্রজন্ম? ক্ষেত্র বিশেষে এসব নারী কিইবা শেখাবে তাদের শিক্ষার্থীদের। কার কাছ থেকে আমরা কি শিখব? এদের কাছ থেকে কিইবা আর শেখার আছে আগামী প্রজন্মের??? কে কি শিক্ষা দেবেন বা দিচ্ছেন। স্কুল/কলেজের ঐ শিক্ষক গুলোই আবার ক্লাসে ছাত্রদের শেখায় ভালো হতে, সৎ হতে!!!' কি অদ্ভূদ ব্যাপার? কি বৈপরিত্য???

আপুরা আপনারা যারা অসৎ উপায় অবলম্বন করে শিক্ষক হচ্ছেন বা হবেন - - কি শিক্ষা দেবেন আমাদের কোমলমতি শিশুদের?? দুর্নীতি না সততা--- একটু জবাব দেবেন কি??? কি ভালা আশা করতে পারি আপনাদের কাছ থেকে??

আর যে সকল শিক্ষক পরীক্ষা হলে ডিউটি পালনের নামে বিভিন্ন পর্যাযে়র নানান দুর্নীতিতে জড়ান আপনাদের কে প্রশ্ন করি -- শিক্ষকতার এ মহান পেশাকে কলঙ্কিত করার অধিকার কে দিযে়ছে আপনাদের??? কোথেকে পেলেন এ সাহস????

পরিশেষে চরম সত্যটাই বলতে চাই- অবৈধ এসব শিক্ষিকারাই একদিন হেড মাস্টারকে বলবে স্যার আমাকে ক্লাস টু আর থ্রীর গনিত/ইংরেজি দিইযে়ন না । আমার একটু সমস্যা আছে।

সেলুকাস!!!

সত্যিই বড় বিচিত্র এ দেশ।

বিচিত্র আমরা

বিষয়: বিবিধ

১৬৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File