চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরুস্কার- ২০১৩ ঘোষণা, মুসলমানদের কপাল আবারো শুন্য।
লিখেছেন লিখেছেন সত্য বচন ০৮ অক্টোবর, ২০১৩, ১২:৩৫:৫৬ রাত
নোবেল পুরুস্কার- ২০১৩, চিকিৎসা শাস্ত্রে এবার পুরুস্কার জিতেছেন যুক্তরাষ্ট্র ও জার্মানী চিকিৎসা বিজ্ঞানীরা। গতকাল সন্ধায় নরওয়ের রাজধানী Oslo তে এই ফলাফল ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের জেমস রথম্যান, রেন্ডি হেকাম এবং জার্মানীর থোম্যাস সুডোফ নোবেলে ১.২ মিলিয়ন ডলারের এই দুর্লভ পুরুস্কার ভাগাভাগি করে নিয়েছেন। বরাবরের মত এবারো ১.৭ বিলিয়ন মুসলিম বলে দাবিদার ৫২টি মুসলিম দেশের বিজ্ঞানীরা(?) নোবেলে সাফল্য দেখাতে ব্যার্থ হয়।
বিষয়: বিবিধ
১২২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন